কোথাও পটে, কোনওখানে একচালায়! আবাসনের পুজোয় সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন
প্রতিদিন | ২৯ সেপ্টেম্বর ২০২৫
স্টাফ রিপোর্টার: টালিগঞ্জ ডায়মন্ড সিটি সাউথে মহালয়া থেকে নবরাত্রি পালন হচ্ছে। ষষ্ঠী থেকে পুজো শুরু। এখানের থিম ‘আবাহন’। পটের উপর থাকছে প্রতিমা।
পুজো কমিটির সদস্য অনুজিৎ মুখোপাধ্যায় জানান, এখানে নবরাত্রির প্রথমদিন থেকে সকালে প্রসাদ বিলি করা হয়। যষ্ঠী থেকে দু’বেলা খাওয়াদাওয়া হয়। ডান্ডিয়া, গরবা হয় আবার পুজোয় ধুনুচি নাচও হয়।
জোকা ট্রাম ডিপোর কাছে জেনেক্স ভ্যালি আবাসনের পুজোয় এবারের থিম ‘গৌরী এল’। এবারে এই পুজো সতেরো বছরে পা দিল। পুজো কমিটির সদস্য পার্থ চট্টোপাধ্যায় বলেন, পুজোর প্রতিদিনই আবাসনের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।
চক গড়িয়ার অভিজাত আবাসন উপহারে (ই অ্যান্ড সি) উমা থাকবেন পাট ও মাটি দিয়ে তৈরি একচালা ঘরে। দশমীতে এখানে ডিজে পার্টি করছেন আবাসিকরা। পুজো কমিটির সম্পাদক অরিজিৎ পতি জানান, এবার থিম ‘গ্রামবাংলা’। গ্রামের বাড়ি যেমন হয় সেরকমই মণ্ডপসজ্জা। বাঁশের ঝুড়ি, পাখা, কুলো দিয়ে সেজে উঠেছে মহামায়াতলার ৪ সাইট গ্র্যান্ড ক্যাস্টল। আবাসনের পুজোয় নবীন বলা যায়। মাত্র তিন বছর ধরে এই আবাসনে পুজো হচ্ছে। পুজো আয়োজক প্রিয়াঙ্কা কর বলেন, সাবেকি বাড়ির যেমন পুজো হয়, এখানে মণ্ডপ প্রতিমা সজ্জা সেরকমই থাকছে। একচালায় লাল সাদা শাড়িতে থাকছে প্রতিমা।
সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছে সানি সিজনস হাউজিং কমপ্লেক্স। কামালগাছি বাজারের এই আবাসনের পুজো এবার ১৬তম। মণ্ডপ সেজে উঠেছে কাগজ, দেশলাই কাঠি দিয়ে। পুজো কমিটির যুগ্ম সম্পাদক সুমন ভট্টাচার্য বলেন, আধুনিকতার যুগে সাবেকিয়ানাকে বাদ দেওয়া যায় না। সাবেকিয়ানা বজায় রেখে আধুনিক থাকা যায়। সেটাই এবারে থিম। এখানে নবমীতে ডান্ডিয়ার সঙ্গে ডিজে পার্টিও করা হয়।
জমিদারি বাড়িতে থাকছে নরেন্দ্রপুর শেরউড এস্টেটের প্রতিমা। এই আবাসনে এবার ১৮তম পুজো। প্রবীণ নাগরিকদের প্রতিমা দর্শনের জন্য মণ্ডপে থাকছে র্যাম্প। পুজো কমিটির সদস্য বেদান্তিকা লাহিড়ী জানান, এখানে সাবেকিয়ানায় পুজো হয়। মণ্ডপসজ্জা হচ্ছে জমিদারি বাড়ির আদলে। এখানে মায়ের সাজ সাবেকি।