মোদির সভায় যান্ত্রিক ত্রুটি, পদ খোয়ালেন রাজস্থানের আমলা
বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
জয়পুর: রাজস্থানের বাঁশওয়াড়ায় প্রধানমন্ত্রীর জনসভায় যান্ত্রিক গোলযোগ। আর এর জেরেই সরানো হল রাজ্যের তথ্য-প্রযুক্তি দপ্তরের সচিব অর্চনা সিংকে। অর্চনার পদ খোয়ানোর খবর সামনে আসতেই আমলা মহলের একাংশে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। আক্রমণ শানিয়েছে বিরোধী শিবিরও। কংগ্রেস সহ একাধিক দলের বক্তব্য, বিজেপির জমানায় প্রশাসকদের এমনই দশা হয়েছে। দলের মন জুগিয়ে চলতে না পারলেই পদ থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার রাজস্থানের বাঁশওয়াড়ায় জনসভা করেন প্রধানমন্ত্রী। মোদি যখন অনুষ্ঠানস্থলে পৌঁছন, তখন ভিডিও সিস্টেম কাজ করছিল না। এর জেরে প্রায় ১০ মিনিট ব্যাহত হয় সরাসরি সম্প্রচার। এমনকী কৃষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের সময়ও অডিও সিস্টেমেও ত্রুটি দেখা যায়। অনুষ্ঠানের পর তড়িঘড়ি তদন্ত শুরু হয়। আর এর জেরেই পদ হারিয়েছেন অর্চনা সিং। আপাতত তাঁকে কোনও দায়িত্ব দেওয়া হয়নি। সূত্রের খবর, অর্চনাকে কম গুরুত্বপূর্ণ দপ্তরে সরানো হতে পারে।