নয়াদিল্লি: বিহার ভোটের ছোঁয়া ‘মন কি বাতে’। ভোটমুখী রাজ্যে আরও একটি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি বললেন, ছট পুজোর ইউনেস্কোর ‘ইনট্যানজিবেল কালচারাল হেরিটেজ’-এর তালিকায় অন্তর্ভুক্তি নিয়ে সচেষ্ট কেন্দ্র। একইসঙ্গে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)-এর ভূয়সী প্রশাংসা শোনা গেল তাঁর গলায়। আগামী ২ অক্টোবর বিজয় দশমীতে শতবর্ষ পূর্ণ করছে আরএসএস। রবিবার ১২৬তম মন কি বাত পর্বে মোদি বলেন, কয়েকদিন পরেই আমরা বিজয় দশমী পালন করব। এই দিনটি আরও একটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। এইদিনে আরএসএস ১০০ বছর পূর্ণ করবে। সংগঠনের এক শতাব্দীর এই যাত্রা অভূতপূর্ব এবং আমাদের অনুপ্রেরণা দেয়। নিঃস্বার্থ সেবা এবং শৃঙ্খলার পাঠই হল সংঘের মূল চালিকা শক্তি।
একইসঙ্গে মোদি বিহারের ছট পুজোর কথাও বলেন। ছট পুজো যাতে ইউনেস্কো ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’-এর তকমা পায়, সেব্যাপারে সচেষ্ট কেন্দ্র। উৎসবের মরশুমে দেশবাসীকে আরও বেশি স্বদেশী পণ্য কেনার আর্জি জানিয়েছেন তিনি। আগামী ২ অক্টোবর গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে খাদি সামগ্রী কিনতে দেশবাসীকে অনুরোধ করেন তিনি। অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জুবিনের গানে মুগ্ধ ছিল গোটা দেশ।