• স্পিতি উপত্যকাকে স্বীকৃতি ইউনেস্কোর
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • সিমলা: দেশের প্রথম শীতল মরুভূমির জীববৈচিত্র মণ্ডলের (কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ) তকমা পেল স্পিতি উপত্যকা। ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রামের অধীনে এই স্বীকৃতি পেয়েছে হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলার উপত্যকাটি। সম্প্রতি চীনের হাংঝৌতে ৩৭ তম আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই এই সংক্রান্ত ঘোষণা করা হয়। এর জেরে ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রামের তালিকায় জায়গা পেল ভারতের মোট ১৩টি জীববৈচিত্র মণ্ডল। জানা গিয়েছে, হিমাচলের লাহুল-স্পিতি জেলায় ৭ হাজার ৭৭০ বর্গ কিলোমিটার অঞ্চলজুড়ে বিস্তৃত এই শীতল উপত্যকা।
  • Link to this news (বর্তমান)