• কাপলিং খুলে বিপত্তি এক্সপ্রেসে
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • মুম্বই: মাঝে মাত্র ঘণ্টাখানেকের ব্যবধান। এরমধ্যেই বান্দ্রা টার্মিনাস-অমৃতসর পশ্চিম এক্সপ্রেসে দু’বার কাপলিং খুলে বিপত্তি। এই দুই ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। রেল সূত্রে জানানো হয়েছে, দুপুর ১টা ১৯ নাগাদ মহারাষ্ট্রের ভাঙ্গন এবং দাহানু স্টেশনের মাঝে প্রথমবার কাপলিং খোলে। ২৫ মিনিট ধরে মেরামতির পর ট্রেনটি ১টা ৪৬ নাগাদ যাত্রা শুরু করে। গুজরাতে প্রবেশ করতেই আবার বিপত্তি। দুপুর ২টো ১০ নাগাদ আবার কাপলিং খুলে যায় সঞ্জন স্টেশনে ঢোকার মুখে।
  • Link to this news (বর্তমান)