• জুবিনের মৃত্যুতে আয়োজক ও ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • গুয়াহাটি: সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর তদন্তে নয়া মোড়। এবার জুবিনের পরিবারের তরফে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকান্ত মহন্ত ও ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হল। জানা গিয়েছে, জুবিনের স্ত্রী গরিমা গর্গ, কাকা মনোজ, শ্যালিকা পামি এই অভিযোগ দায়ের করেছেন। জুবিনের মৃত্যুর জন্য আঙুল তোলা হয়েছে ম্যানেজার ও আয়োজকের অবহেলা ও গাফিলতির দিকে। এছাড়াও সিঙ্গাপুরের ওই অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের সকলকে তদন্তে অন্তর্ভুক্ত করার দাবিও তোলা হয়েছে। ইতিমধ্যে সিআইডি এই ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রেফতার করা হয়েছে জুবিনের টিমের একজন ড্রামারকে। এছাড়াও শ্যামকান্ত ও সিদ্ধার্থের বিরুদ্ধে জারি হয়েছে লুক আউট নোটিশ। তাঁদের আগামী ৬ অক্টোবরের মধ্যে হাজিরা দিতে হবে। এদিকে দোষীদের অবিলম্বে গ্রেফতারির দাবিতে অসমের বিভিন্ন জায়গায় প্রতিবাদে নেমেছেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অবশ্য আশ্বস্ত করেছেন, ‘এই মামলায় কাউকে ছাড়া হবে না। দোষীদের কঠোর শাস্তি হবে।’ তাঁর সংযোজন, ‘জুবিনের ন্যায্য বিচার না পেলে, আমাদের ভোট দেবেন না।’  
  • Link to this news (বর্তমান)