• খুন: হিন্দু মহাসভার নেত্রীর স্বামী গ্রেপ্তার
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • আলিগড় (উত্তরপ্রদেশ): দু’দিন আগে খুন হয়েছিলেন উত্তরপ্রদেশের আলিগড়ের এক ব্যবসায়ী। দুই দুষ্কৃতী বাইকে এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ব্যবসায়ী খুনে এবার গ্রেফতার করা হল অশোক পান্ডেকে। ধৃতের স্ত্রী হিন্দু মহাসভার জাতীয় সাধারণ সম্পাদক পূজাশাকুন পাণ্ডে। খুনের অভিযোগে হিন্দুত্ববাদী সংগঠনের নেত্রীর স্বামীর গ্রেফতারির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অভিষেক গুপ্তা। রোরাওয়ার থানার পুলিশ জানিয়েছে, শনিবারই অশোককে হেপাজতে নেওয়া হয়েছিল। রবিবার তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। যদিও দুই হামলাকারীর হদিশ নেই। তাদের খোঁজে তল্লাশি চলছে।  অভিযোগ,  আর্থিক বিষয় নিয়ে অভিষেকের সঙ্গে বিবাদ চলছিল পাণ্ডে দম্পতির। নানাভাবে ওই ব্যবসায়ীকে হেনস্তাও করা হচ্ছিল। অভিষেকের বাবার দাবি, হিন্দুত্ববাদী নেত্রী ও তাঁর স্বামীই এই খুনের ষড়যন্ত্র করেছেন।
  • Link to this news (বর্তমান)