• ‘সন্ত্রাসবাদের আঁতুড়ঘর’, নাম না করে পাকিস্তানকে কড়া আক্রমণ জয়শঙ্করের
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: ‘আমাদের প্রতিবেশী দেশটি বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর।’ শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এভাবেই পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকেই সন্ত্রাসবাদের মতো চ্যালেঞ্জের মোকাবিলা করছে ভারত। কারণ আমাদের প্রতিবেশী দেশ বিশ্বজুড়ে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। একাধিক আন্তর্জাতিক জঙ্গি হামলার মূলে রয়েছে এই দেশটি। যার সাম্প্রতিকতম উদাহরণ হল গত এপ্রিলে পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের খুন।’ ভারতীয় বিদেশমন্ত্রী আরও বলেন, ‘ভারত শুধু সন্ত্রাসবাদের হাত থেকে তার নাগরিকদের রক্ষা করার অধিকার প্রয়োগ করেছে। একইসঙ্গে অভিযুক্তদের বিচারের আওতায় আনা হয়েছে। কোনও দেশ সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ঘোষণা করলে জঙ্গি ঘাঁটিগুলি শিল্পে পরিণত হয়। অনেক জায়গায় প্রকাশ্যে জঙ্গিদের প্রশংসা করা হয়। একজোট হয়ে এই ধরনের পদক্ষেপের নিন্দা করা উচিত।’ জয়শঙ্কর বলেন পড়শি দেশ বরাবরই দাবি করে তারা সন্ত্রাসকে সমর্থন করে না। কিন্তু দেখা গিয়ছে, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকরা ওই দেশেই বসে রয়েছে। 

    বক্তব্যে নাম না করে চীন ও আমেরিকাকেও নিশানা করেন জয়শঙ্কর। তাঁর কথায়, ‘একাধিক দেশ সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের ক্ষমা করে দেয়। কিন্তু জঙ্গিরা যে তাদের উপরেও কামড় বসাবে সেটা ওরা বুঝতে পারছে না।’ এদিকে, জয়শঙ্করের ভাষণের পরেই জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে পাকিস্তান। তাদের দাবি, ভারত পাকিস্তানকে কালিমালিপ্ত করতে চাইছে। এরপরই কটাক্ষ করতে ছাড়েনি নয়াদিল্লি। জবাবি ভাষণে ভারতের প্রতিনিধি বলেন, বিদেশমন্ত্রী শুধু পড়শি দেশের কথা বলেছিলেন, কোনও দেশের নাম করেননি। কিন্তু পাকিস্তান আগ বাড়িয়ে জঙ্গিদের দায় নিজেদের ঘাড়ে নিয়েছে।
  • Link to this news (বর্তমান)