• স্রেফ আধার দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলা যাবে না, স্পষ্ট করল নির্বাচন কমিশন
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: বিহার হোক বাংলা, তামিলনাড়ু কিংবা তেলেঙ্গানা। ‘শুধুমাত্র’ আধার কার্ড দেখিয়ে গোটা দেশে শুরু হতে চলা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে (এসআইআর) ভোটার তালিকায় নাম তোলা বা বহাল রাখা যাবে না। নির্বাচন কমিশনের শীর্ষ সূত্রে একথা জানা গিয়েছে। বিহারে এসআইআর করার ক্ষেত্রে যে নির্দিষ্ট ১১টি নথির কথা কমিশন উল্লেখ করেছে, সেগুলি গোটা দেশের ক্ষেত্রেও থাকবে। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ, আধার কার্ডকে ১২তম নথি হিসেবে গ্রহণ করতে হবে। কিন্তু আদালতের সেই নির্দেশ সত্ত্বেও ইনিউমারেশন ফর্মের সঙ্গে ‘স্রেফ’ আধার কার্ড জমা দিলে ভোটার তালিকায় নাম তোলা বা বহাল রাখা হবে না বলেই জানিয়ে দিয়েছে কমিশন।  

    এ ব্যাপারে তাদের যুক্তি, আইনেই বলা আছে আধার নাগরিকত্বের কোনও প্রমাণ নয়। এটি একটি পরিচয়পত্র মাত্র। ভারতে ভোটার হতে গেলে নাগরিক হওয়া আবশ্যিক। তাই আধার ‘পরিচয়পত্র’ হিসেবে গ্রহণ করা হবে মাত্র। নাগরিক কি না, তা প্রমাণে জন্ম তারিখ এবং জন্মস্থান স্পষ্ট করছে, এমন নথিই আধার কার্ডের সঙ্গে দিতে হবে। ফলে আদতে কমিশন নিজের অবস্থানে অনড় থেকেই গোটা দেশে এসআইআর শুরু করতে চলেছে। আগামী ৭ এবং ৮ অক্টোবর সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে ফের বিরোধীরা সরব হবে। 

    এমত আবহে আগামী কাল ৩০ সেপ্টেম্বর বিহারে প্রকাশ হবে ফাইনাল ভোটার তালিকা। যেখানে প্রায় ১৫ লক্ষের নাম জুড়তে চলেছে। চলতি বছরে বিহারে স্পেশাল সামারি রিভিশনের সময় ভোটার ছিল ৭ কোটি ৮৯ লক্ষ। কিন্তু এসআইআরের খসড়া তালিকায় গত ২৭ জুলাই ৬৫ লক্ষের নাম বাদ যায়। খসড়া তালিকায় নাম প্রকাশ হয় ৭ কোটি ২৪ লক্ষের। যদিও সুপ্রিম কোর্টের ‘গুঁতো’ এবং চূড়ান্ত ভোটার তালিকা তৈরির জন্য নাম অন্তর্ভূক্ত করার সময় বাড়ানোয় শুদ্ধকরণের সুযোগ মেলে। সেই তালিকাই প্রকাশ হবে আগামী কাল। কমিশন সূত্রে জানা গিয়েছে, নতুন তথা চূড়ান্ত তালিকায় ১৪ লক্ষ ৭৬ হাজার নাম যুক্ত হতে চলেছে। ফলে বিহারে নতুন ভোটারে সংখ্যা হবে সাত কোটি ৪০ লক্ষ। নতুন আবেদনকারীদের মধ্যে ২৫ বছর বয়সের ঊর্ধ্বদের সংখ্যাই বেশি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। বিহারে ভোট প্রস্তুতি দেখতে আগামী ৪ এবং ৫ অক্টোবর পাটনা যাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার। সুষ্ঠু এবং অবাধ ভোটের লক্ষে কমিশন ৪৭০ জন বিশেষ পর্যবেক্ষকও নিয়োগ করেছে। যার মধ্যে রয়েছেন ৩২০জন আইএএস, ৬০ আইপিএস এবং ৯০ জন রেভিনিউ সার্ভিসের আধিকারিক। এসআইআর এবং বিরোধীদের ‘ভোট চুরি’ অভিযোগের আবহে এবার বিহারে ভোট করানো যে কমিশনের কাছে চ্যালেঞ্জ! 
  • Link to this news (বর্তমান)