• একটি কেন্দ্রে ৮০ হাজার মুসলিম ভোটার বাদ দিতে পার্টির প্যাডেই চিঠি বিজেপির!
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • পাটনা: বিধানসভা ভোটের আগেই ফের ভোট চুরির ‘চক্রান্ত’ বিহারে! এবার মাত্র একটি বিধানসভা কেন্দ্রের ৮০ হাজার মুসলিম ভোটারের নাম বাদ দিতে তৎপর বিজেপি। অভিযোগ, দলের লেটারহেডেই এ নিয়ে কমিশনে চিঠি পাঠিয়েছেন প্রভাবশালী পদ্ম নেতারা। গেরুয়া শিবিরের দাবি, উল্লিখিত ভোটাররা কেউই ভারতীয় নন। রিপোটার্স কালেক্টিভের তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তারপরই একযোগে নির্বাচন কমিশন ও বিজেপিকে বিঁধেছে কংগ্রেস। হাত শিবিরের অভিযোগ, ‘ভোট চুরি’র সব জেনেও মুখে কুলুপ এঁটে বসে রয়েছে কমিশন। এই অপকর্মে তারা বিজেপিকে মদত দিয়েছে। আর একটা কেন্দ্রেই যদি এত বড়ো কারচুপি হয়, তাহলে গোটা বিহারে কী হয়েছে, তা বোঝাই যাচ্ছে।

    পূর্ব চম্পারণ জেলার ঢাকা বিধানসভা আসনের ওই ভোটারদের নাম ছাঁটতে বিহারের ইআরও ও সিইওকে চিঠি পাঠিয়েছে বিজেপি। একটি চিঠি পাঠিয়েছেন ঢাকার বিজেপি বিধায়ক পবনকুমার জয়সওয়ালের সহকারী। অন্য একটি রাজ্য বিজেপির লেটারহেডেই পাঠানো হয়েছিল। আগামী ১ অক্টোবর ঢাকার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। তারপরই বোঝা যাবে, সেই ‘আর্জি’ মেনে আদপে কতজনের নাম বাদ গেল! বিজেপির তালিকায় থাকা বেশ কয়েকজন সংখ্যালঘু ভোটারের সঙ্গেও কথা বলেছে রিপোটার্স কালেক্টিভ। তাঁদের অনেকেই এই ‘চক্রান্তে’র ব্যাপারে অন্ধকারে। যদিও প্রকাশ্যে আসা তথ্য নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি স্থানীয় বিজেপি বিধায়ক। তাঁর পাল্টা অভিযোগ, লালুপ্রসাদের দল ৪০ হাজার হিন্দু ভোটারের নাম বাদ দেওয়ার আর্জি জানিয়েছে। কিন্তু বক্তব্যের সমর্থনে প্রমাণ দিতে পারেননি তিনি। 
  • Link to this news (বর্তমান)