থিম নয়, সাবেকিয়ানাই ধরে রেখেছে ১০৫ বছরের পুরনো ফালাকাটা দুর্গাবাড়ি বারোয়ারি পুজো কমিটি
বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
বিদ্যুৎকান্তি বর্মন, ফালাকাটা: ১০৫ বছরের পুরনো পুজো ফালাকাটা দুর্গাবাড়ি বারোয়ারি পুজো কমিটির। পুরনো সেই নিয়ম মেনে আজও এখানে দুর্গাপুজো হয়ে আসছে। বিশাল প্রতিমা ও অসুর বারোয়ারি এই দুর্গাপুজার অন্যতম বৈশিষ্ট। ফালাকাটা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ একবার হলেও পুজোর দিনগুলিতে এখানে এসে প্রতিমা দর্শন করে যায়। অষ্টমীর দিন বিশেষ ভোগ নিবেদন করা হবে মাকে।
স্থানীয় প্রবীণ বাসিন্দারা জানিয়েছেন, একশো বছর আগে ফালাকাটা দুর্গাবাড়িতে প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন তখনকার জমিদার ও বড় ব্যবসায়ীরা। ১৯০০ সালে ওয়েস্টার্ন ডুয়ার্স ফান্ড মার্কেটের অধীনে ফালাকাটায় হাট বসত। জমিদার, হাটের প্রথম শ্রেণির ব্যবসায়ীরা সকলে মিলে তহশিলদার ফ্যারাডের সঙ্গে ড্রামাটিক হল প্রতিষ্ঠা করেন। ড্রামাটিক হল প্রতিষ্ঠার পাশাপাশি তাঁরাই বারোয়ারি দুর্গাপুজোর সূচনা করেন। সময়টা ১৯২১ সাল। সেই সময় ফালাকাটার প্রায় সকলেই এই পুজোর সঙ্গে জড়িয়ে ছিলেন। মুখুটি, বসু, দুবে, ভাদানি, রায় প্রভৃতি সমৃদ্ধ পরিবার এই পুজোর নেতৃত্বে ছিল। ওই সময় থেকে প্রতিবছরই এই পুজো হয়ে আসছে।
ফালাকাটা দুর্গাবাড়ির বর্তমান পুজো কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, ২০২১ সালে এই পুজোর একশো বছর পূর্ণ হয়েছে। ফালাকাটা দুর্গাবাড়ি পুজো কমিটির সম্পাদক সোমনাথ বিশ্বাস বলেন, আজ থেকে ১০৫ বছর আগে জমিদার ও ইংরেজরা মিলে আমাদের পুজোর সূচনা করেছিলেন। আমরা সেই অতীত ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি। অন্যরা যখন থিমের পুজোয় ভিড় করছে তখন আমরা আজও অতীত ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর।
দুর্গাপুজা কমিটির সভাপতি অপু নন্দী বলেন, একশো বছর পার করা একটি পুজোর সঙ্গে জড়িয়ে আছি, এটা ভাবলেই অনন্দ হয়। তাই পুজোর আয়োজনে কোনও খামতি আমরা রাখছি না। পুজোর দিনগুলিতে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অষ্টমীর দিন প্রায় পাঁচ কুইন্টালই চাল-ডালের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে। নিজস্ব চিত্র।