• বিজেপি নেতাদের সঙ্গে এক মঞ্চে ‘বিদ্রোহী’ দিলীপ বর্মন
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ নেতা ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দিলীপ বর্মন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। চম্পাসারির একটি আবাসনের দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে দিলীপকে বিজেপি নেতাদের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছে। যা নিয়ে জলঘোলা শুরু হয়েছে। দিলীপের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দলের মধ্যে জল্পনা-কল্পনা চলছে। 

    শিলিগুড়ি শহরের ৪৬ নম্বর ওয়ার্ডের টি অকশন রোডের একটি আবাসন কমিটি দুর্গাপুজোর আয়োজন করেছে। ওই পুজো কমিটির সভাপতি বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদক নান্টু পাল। শনিবার সন্ধ্যায় পুজোর উদ্বোধনী অনুষ্ঠান হয়। সেখানে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল সহ জেলা পদ্ম পার্টির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। আর সেখানেই হাজির ছিলেন তৃণমূলের বিদ্রোহী নেতা তথা স্থানীয় কাউন্সিলার দিলীপ বর্মন। তিনি বিজেপি নেতাদের সঙ্গে এক মঞ্চেই ছিলেন।  

    যদিও দিলীপের দাবি, তাঁর সম্পর্কে কে কী বলল তাতে তাঁর কিছু যায় আসে না। দুর্গাপুজো বাংলার সবচেয়ে বড় উৎসব। সকল ধর্ম, ভাষার মানুষ অংশ নেয়। একজন কাউন্সিলার হিসেবে আমি আমার নির্বাচনী এলাকার যেকোনও অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে সেখানে যাব, এটাই আমার কর্তব্য। একইভাবে যদি সাংসদকে তাঁর নির্বাচনী এলাকার লোকজন আমন্ত্রণ জানান, তাহলে তাঁকেও উপস্থিত থাকতে হবে। সৌজন্যমূলক আলোচনা গ্রহণযোগ্য। 

    উল্লেখ্য, গত জুলাই মাসে বোর্ড মিটিং চলাকালীন দিলীপ বর্মন উন্নয়নের বিষয় নিয়ে নিজের দলের মেয়র এবং ডেপুটি মেয়রের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। রাজবংশী সম্প্রদায়ের লোকদের অপমান করার অভিযোগ এনে, দিলীপ পরবর্তীতে মিডিয়ার সামনে মেয়র ও ডেপুটি মেয়রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাঁর দল তৃণমূল দিলীপকে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল। তারপর থেকে দিলীপ পুরসভার বোর্ড মিটিং সহ সমস্ত অনুষ্ঠান বয়কট করেছেন। যদিও পুজোর উদ্বোধনী মঞ্চে থাকা নিয়ে রাজনৈতিক জলঘোলা করা উচিত নয় বলেই দাবি করেন দিলীপ। একইভাবে ওই পুজো কমিটির সভাপতি নান্টু পালও বলেন, দিলীপবাবু সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলার। তাই তাঁকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি আমন্ত্রণ রক্ষা করেছেন। এর সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)