দুরামারি স্পোর্টিং ক্লাবের থিম সবুজায়ন ও শান্তি ধূপগুড়ির নবজীবন সংঘ বানিয়েছে চীনের গ্র্যান্ড বুদ্ধ টেম্পল
বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, ধূপগুড়ি: কালীপুজোয় ধূপগুড়ি শহর সেরা হলেও, দুর্গাপুজোতে পিছিয়ে নেই ধূপগুড়ির গ্রামীণ এলাকার ক্লাবগুলি। যদিও ধূপগুড়ি শহরে ও গ্রামে হাতেগোনা কয়েকটি ক্লাবেই বিগ বাজেটের দুর্গাপুজো হয়ে থাকে।
এই দুর্গাপুজোয় দর্শকদের মনজয় করতে মরিয়া হয়ে উঠেছে ধূপগুড়ির নবজীবন সংঘ। প্রতিবছর দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই ক্লাব। এবছর নবজীবন সংঘের মণ্ডপ চীনের গ্র্যান্ড বুদ্ধা টেম্পল। যা দর্শকদের মনজয় করবে বলে আশাবাদী ক্লাব সদস্যরা। এছাড়াও ক্লাবের ৫৫তম শারদ উৎসবে থাকছে আকর্ষণীয় আলোকসজ্জা। নবদ্বীপ থেকে শিল্পীরা এসে তিন মাস আগে থেকেই রাতদিন কাজ করে প্রস্তুত করেছেন এই মণ্ডপ। এর মধ্যে যেমন রয়েছে চীনের বৌদ্ধ সংস্কৃতি তেমনই সৌরভ দে’র হাতে তৈরি দুর্গাপ্রতিমা, যা অন্য মাত্রায় পৌঁছে দিচ্ছে।
পুজো কমিটির সম্পাদক সঞ্জয় দত্ত বলেন, দর্শকদের মনজয় হবে বলে আমরা সকালেই আশাবাদী। প্রতিদিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও বিসর্জনে রয়েছে বিশেষ চমক। যা ওই দিনই আমরা প্রকাশ্যে আনব।
ধূপগুড়ি শহরের পাশাপাশি পিছিয়ে নেই প্রান্তিক এলাকার ক্লাবগুলি। বানারহাটের দুরামারি স্পোর্টিং ক্লাবের এ বছর ৪৯ তম বর্ষের পুজো। পুজোর থিম ‘সবুজায়ন ও শান্তি’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্লাবের পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করতে গিয়ে ভুয়সী প্রশংসা করেছেন। সবুজায়নের বার্তা দিতে দুরমারি চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ের মাঠে সুবিশাল মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপ চত্বরে আছে সবুজের সমাহার। পুজো কমিটির অন্যতম কর্মকর্তা চন্দন রায় বলেন, পাশেই রয়েছে জঙ্গল। জঙ্গল রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আর এই বার্তা দিতেই আমাদের এমন ব্যতিক্রমী থিম।