দুর্গাপুজোর পর নতুন ঘর পাবে ২১ হাজার পরিবার, চলছে সুপার চেকিং
বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, দিনহাটা: পুজোর পরেই বাংলা আবাস যোজনায় দিনহাটা-২ ব্লকে প্রায় ২১ হাজার পরিবার নতুন ঘর পেতে চলেছে। বিপুল সংখ্যক উপভোক্তার বাড়ি বাড়ি ইতিমধ্যেই শুরু হয়েছে সুপার চেকিংয়ের কাজ। প্রশাসন সূত্রে খবর, আগামী ১০ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এবং যদি কোথাও কোনও ভুলত্রুটি ধরা পড়ে, তা ১৫ অক্টোবরের মধ্যে সংশোধন করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত উপভোক্তাদের প্রাথমিক তালিকা ঝোলানো হবে প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও বিডিও অফিসে। এরপর ১৭ নভেম্বর গ্রামসভার মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। ডিসেম্বরে চূড়ান্তভাবে নির্বাচিত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানিয়েছে প্রশাসন।
প্রশাসন সূত্রে দাবি, বাংলা আবাস যোজনায় কোনও ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। সেই কারণেই বিশেষ টিম গঠন করা হয়েছে এবং সেই টিমের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে সুপার চেকিংয়ের কাজ করছেন। দিনহাটা-২ এর বিডিও নীতিশ তামাং স্বয়ং একাধিক বাড়ি পরিদর্শন করেছেন। পাশাপাশি এসডিও থেকে জেলা স্তরের আধিকারিকরাও একাধিকবার এ ব্যাপারে খোঁজখবর নিয়েছেন।
কোনও পাকা বাড়ির মালিক যেন নতুন করে ঘর না পান, সেব্যাপারে প্রশাসনের কড়া নজর রয়েছে। উপভোক্তার পরিবারে কেউ চাকরি করলে কিংবা আগে কোনও সরকারি প্রকল্পের মাধ্যমে বাড়ি পেলে তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। সুপার চেকিংয়ের সময় আধিকারিকরা এসব বিষয়ে বিশেষভাবে সতর্ক রয়েছেন। প্রতিটি বাড়ি পরিদর্শনের পর ছবি তুলে নির্দিষ্ট অ্যাপে আপলোড করা হচ্ছে এবং উপভোক্তাদের বাড়ির জিও ট্যাগিং করা হচ্ছে।
দিনহাটা-২ এর বিডিও বলেন, ডিসেম্বর মাসে মোট ২১ হাজার ১৬৪ জন উপভোক্তা বাংলা আবাস যোজনার ঘর পাবেন। সেই কারণে বর্তমানে দ্রুত গতিতে সুপার চেকিংয়ের কাজ চলছে। নিজস্ব চিত্র।