• লেজারের আলোয় ভাসছে আদর্শ সংঘ ও কেএমসি’র পুজো মণ্ডপ
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • কাজল মণ্ডল, ইসলামপুর: অবিরাম আলোর ধারা বয়ে চলেছে পুজা মণ্ডপে। যা দেখে মুগ্ধ দর্শকরা শুধু হা করে দাঁড়িয়ে থাকছেন। এবার পুজোয় ইসলামপুরের আদর্শ সংঘ ও কমল মেমরিয়াল ক্লাবের (কেএমসি) অন্যতম আকর্ষণ লেজার শো। লেজার রশ্মি ব্যবহার করে আলোক-নৃত্য পরিবেশিত হচ্ছে মণ্ডপে। যা এর আগে ইসলামপুর শহরে হয়নি। নতুন এই বিষয়টি দেখতে পঞ্চমী থেকেই দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। এতে দুই মণ্ডপেই আলোর খেলা দেখতে রাত পর্যন্ত প্রচুর ভিড় হচ্ছে।

    আদর্শ সংঘের পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, গুজরাত থেকে লেজার শো আনা হয়েছে। অন্যদিকে, হায়দরাবাদ থেকে লেজার এসেছে কেএমসি ক্লাবে। দর্শনার্থীরা বলছেন, আলোর মাধ্যমে মণ্ডপের দেওয়ালে মহাদেবের ছবি ফুটে উঠছে। কখনও বা তাণ্ডব নৃত্য করতে দেখা যাচ্ছে মহাদেবকে। কখনও বা ঝর্ণার জল বইছে মণ্ডপের উপর থেকে নীচে। চারপাশের আলো বন্ধ করে শুধু মাত্র মণ্ডপের গায়ে ফেলা হচ্ছে লেজার রশ্মি। তাতেই এই কেরামতি ফুটে উঠছে।

    এক দর্শনার্থী দেবাশিস দত্ত বলেন, এর আগে ইসলামপুরে কখনও লেজার শো হয়নি। অন্যান্য জায়গায় লেজার শো দেখেছি। সেখানে শুধুই একগুচ্ছ আলোক রশ্মি দিক পরিবর্তন হতে দেখেছি। কিন্তু এবার শহরের লেজার শো সম্পূর্ণ আলাদা। দর্শনার্থীদের চোখের সামনে একটি একটি করে বদলে যাচ্ছে দৃশ্য। মনে হচ্ছে জীবন্ত।

    আদর্শ সংঘের পুজা কমিটির যুগ্ম সম্পাদক সুমিত সরকার বলেন, গুজরাত থেকে লেজার শো আনা হয়েছে। লেজার স্ক্যানিংয়ের মাধ্যমে আলো ও রঙের সমন্বয়ে থ্রি ডি ম্যাপিং এবারের বিশেষ আকর্ষণ। এর আগে ইসলামপুরে এমন হয়নি। উত্তরবঙ্গে কোথাও হয়েছে কি না তা জানা নেই। বাসিন্দারা বলছেন, যুগের সঙ্গে পাল্লা দিয়ে পুজোকে কেন্দ্র করে নানান জিনিস পরিবর্তন হয়েছে। সেই সঙ্গে বিগ বাজেটের পুজোগুলিতে থিম ও চোখ ধাঁধানো আলোকসজ্জার পাশাপাশি দর্শনার্থীদের মন জয় করতে এবার নতুন সংযোজন হল লেজার শো। উদ্যোক্তারা জানিয়েছেন, পুজোর ক’দিন এই আলোর খেলা দেখতে আসা দর্শনার্থীদের ভিড় সামাল দেওয়াই মুশকিল হবে।  তবে সেজন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।  আদর্শ সংঘ। 

    - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)