• বাল্যবিবাহ রোধ, ভ্রুণহত্যার প্রতিবাদ, পরিবেশ রক্ষার বার্তা বালুরঘাট শহরের বিভিন্ন পুজো মণ্ডপে
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: বাল্যবিবাহ মুক্ত জেলা গড়তে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন নানা কর্মসূচি নেয় সারাবছর। নাবালিকা মেয়েদের যাতে বিয়ে দেওয়া না হয়, সেজন্য অভিভাবকদের সচেতন করার পাশাপাশি কড়া পদক্ষেপও নেয় প্রশাসন। তার বহু উদাহরণ রয়েছে। এবার পুজো মণ্ডপেও বাল্যবিবাহ প্রতিরোধের থিম। শুধু এটাই নয়, পণপ্রথা, ভ্রুণহত্যা, গার্হস্থ্য হিংসার মতো নানা সামাজিক সমস্যাও পুজোর থিমে তুলে ধরা হচ্ছে বালুরঘাট শহরের পুজো মণ্ডপে। সঙ্গে থাকছে পরিবেশ ও প্রকৃতি রক্ষার বার্তা।    

    বালুরঘাট সংকেত ক্লাবের থিমে এবারে বিশেষ অভিনবত্ব রয়েছে। পণপ্রথা, ভ্রুণহত্যার প্রতিবাদ, বাল্যবিবাহ, গার্হস্থ্য হিংসা কীভাবে রোখা যায় তা তুলে ধরা হয়েছে। পঞ্চমী থেকেই এই সামাজির বার্তা বহনকারী পুজো মণ্ডপে দর্শনার্থীর ঢল।

    দর্শনার্থীরা প্রথমে মণ্ডপে ঢুকেই দেখতে পাবেন বিভিন্ন নারীর মডেল, ছবি। সমাজে নারীরা কতভাবে নির্যাতন হয়, তার পুরো ছবি তুলে ধরা হয়েছে। বাল্যবিবাহ, বধূ নির্যাতনের ফলে নারীরা কীভাবে মানসিক যন্ত্রণার শিকার হন, তার জ্বলন্ত দৃষ্টান্ত দেখতে পাবেন দর্শনার্থীরা। পাশাপাশি নারীর ক্ষমতায়নের দিকটিও তুলে ধরা হয়েছে। নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীদের ছবি ও মডেলও রয়েছে পুজো মণ্ডপে। সমাজ সেবায় নিয়োজিত মহান মাদার টেরেজা থেকে মহাকাশচারী সুনীতা উইলিয়াম, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু থেকে ক্রিকেটার ঝুলন গোস্বামীর ছবি দিয়ে থিম সাজানো হয়েছে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে মানানসই প্রতিমা থাকছে। ক্লাব সম্পাদক নিলয় ভাদুড়ী বলেন, এখানে নারী নির্যাতনের চিত্র যেমন তুলে ধরা হয়েছে, তেমনি এর থেকে উত্তরণ এবং নারী ক্ষমতায়ণের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। 

    বালুরঘাট সৃজনী সংঘের হীরক জয়ন্তী বর্ষে পুজোর থিম মাতৃ রূপেণ প্রকৃতি। যেখানে পরিবেশ দূষণ রুখে প্রকৃতিকে বাঁচানোর বার্তা দেওয়া হয়েছে।  এখানে পুজোর প্রতিমা প্রকৃতির উপাসক আদিবাসীদের জনজীবন ও তাঁদের সংস্কৃতির ধাঁচে তৈরি করা হয়েছে। ক্লাব সম্পাদক অরিন্দম চন্দ বলেন,  পুজোর মধ্য দিয়ে আমরা প্রকৃতিকে বাঁচানোর বার্তা দিচ্ছি। 

    বালুরঘাটের নেতাজি স্মৃতি ক্লাবে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হয়েছে পুজো মণ্ডপ। উত্তমাশা ক্লাবের পুজোর থিম নীরব সংস্করণ। পুজো মণ্ডপ তৈরি হয়েছে প্যাঁচার আদলে। পরিবেশবান্ধব জিনিস দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। তার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে সাবেকি প্রতিমা। ক্লাব সম্পাদক অরবিন্দ শর্মা বলেন, আমাদের পুজোর থিম এবার দর্শনার্থীদের মন জয় করবে। 

    বালুরঘাট আর্য্য সমিতির থিম অবিনাশী। যেখানে ভগবান শিবের উপর কাল্পনিকভাবে  পরিবেশবান্ধব হোগলা পাতা দিয়ে পুজো মণ্ডপ তৈরি হয়েছে। প্রতিমায় থাকছে সাবেকিয়ানা। 

    বালুরঘাট ত্রিধারা ক্লাবের পুজোর থিম সম্পূর্ণ কাল্পনিক। পরিবেশবান্ধব নারকেলের দড়ি দিয়ে তৈরি হয়েছে পুরো মণ্ডপ। প্রতিমা তৈরিতেও ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব বিভিন্ন ফল, পাতা ও গাছের উপকরণ।  বালুরঘাটের সংকেত ক্লাবের মণ্ডপ। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)