• বিমানবন্দরে ৮০ লক্ষের সোনার বিস্কুট সহ ধৃত শহরের দুই যুবক
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: প্রায় ৮০ লক্ষ টাকার সোনা ও রুপোর বিস্কুট, রুপোর গয়না ও বিদেশি সিগারেট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রত্নেশকুমার শা ও অমরদীপ সিং কোহলি। তাদের বাড়ি খড়দহ ও কালীঘাটে। ডিআরআই সূত্রে জানা গিয়েছে, শনিবার ব্যাংকক থেকে ওই দুই ব্যক্তি বাগডোগরা বিমানবন্দরে আসার পর গ্রেফতার করেন ডিআরআইয়ের গোয়েন্দারা। ওই দেশ থেকে তারা সোনা ও রুপোর বিস্কুট, রুপোর অলঙ্কার ও বিদেশি সিগারেট নিয়ে এসেছিল। তাদের হেপাজত থেকে পাওয়া সোনা ও রুপোর সামগ্রীর মোট ওজন ২৩ কেজি ৫০০ গ্রাম। ৭৮০০টি সিগারেট পাওয়া গিয়েছে। সিগারেটগুলিতে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা ছিল। গোয়েন্দাদের দাবি, হংকং ও এশিয়ার বেশকিছু দেশে ভারতীয় নামী ব্র্যান্ডের সিগারেট তৈরি করে সেগুলি এদেশে পাঠানো হচ্ছে। ধৃতদের হেফাজত থকে পাওয়া সকল সামগ্রীর বাজার মূল্য ৭৯ লক্ষ ৩০ হাজার টাকা। যদিও কাস্টমস নিয়ম অনুযায়ী উদ্ধার হওয়া সামগ্রীর মূল্য এক কোটি টাকার কম হওয়ায় এদিন শিলিগুড়ি আদালতের বিচারক ধৃত দু’জনকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। তবে যখনই তদন্তের স্বার্থে প্রয়োজন হবে তখনই হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।  কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আইনজীবী রতন বণিক বলেন, ডিআরআই দুই পাচারকারীকে বাগডোগরা বিমানবন্দর থেকে সোনা, রুপো ও সিগারেট সহ গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজত থেকে পাওয়া সামগ্রীর দাম এক কোটি টাকার কম হওয়ায় বিচারক তাদের শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন।  
  • Link to this news (বর্তমান)