প্রবীণদের দিয়েই পুজোর সূচনা নন্দনপুর স্কুলপাড়া সর্বজনীনের, থিম ঐতিহ্য সম্পদ
বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, তেহট্ট: করিমপুরে আয়োজিত দুর্গোৎসবের মধ্যে অন্যতম নন্দনপুর স্কুলপাড়া সর্বজনীনের পুজো। তৃতীয় বর্ষে এই কমিটির দুর্গাপুজোর থিম ‘ঐতিহ্য সম্পদ’। হারিয়ে যেতে বসা কুলো ও ছোট ঝুড়ি দিয়ে মণ্ডপ গড়া হয়েছে। পুজো কমিটির সদস্যরাই এই মণ্ডপ তৈরি করেছেন। এদিন গ্রামের ৫৫জন প্রবীণ-প্রবীণার হাত দিয়ে পুজোর সূচনা হয়েছে। তাঁদের প্রথমে উত্তরীয় ও মিষ্টি দিয়ে বরণ করা হয়। এরপর তাঁরাই প্রতিমা উন্মোচন করেন। বিশিষ্টদের শারদ সম্মাননা জানানো হয়। সন্ধ্যায় করিমপুরের কলাশ্রী ‘মহিষাসুরমর্দিনী’ গীতিনাট্য পরিবেশন করে। অনুষ্ঠান দেখতে কয়েকহাজার মানুষ এসেছিলেন। সেইসঙ্গে বস্ত্র বিলি হয়েছে। পুজোয় প্রতিদিন নানাধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। পুজো কমিটির সদস্য অপূর্ব বিশ্বাস, সাধন চক্রবর্তী বলেন, আমরা ঐতিহ্যকে সম্মান করে এই পুজোর সুচনা করি। প্রবীণদের আশীর্বাদ ও ভালোবাসা ছাড়া পুজো আয়োজন সম্ভব নয় বলেই আমাদের বিশ্বাস। সেই জন্য প্রথম থেকেই আমরা গ্রামের প্রবীণদের পুজোয় আমন্ত্রণ জানাই। তাঁদের পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করি। এরপর তাঁদের হাত দিয়েই প্রতিমা উন্মোচন হয়। আশা করছি, এবছর আমাদের দুর্গাপুজো দর্শনার্থীদের মন জয় করে নেবে।