• শালবনীর পিড়াকাটা বাজার দুর্গাপুজো কমিটির থিম ‘দেশসুরক্ষায় নারীশক্তি’
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • রাজদীপ গোস্বামী, পিড়াকাটা: একসময় মাওবাদী হিংসার জেরে দুর্গাপুজো বন্ধ হতে বসেছিল। সেই হানাহানির অতীত ভুলে শালবনী ব্লকের পিড়াকাটা বাজার দুর্গোৎসব কমিটির এবারের পুজোর থিম ‘দেশসুরক্ষায় নারীশক্তি’। মূলত ‘অপারেশন সিন্দুর’-এ মহিলাদের ভূমিকা মণ্ডপে ফুটিয়ে তোলা হবে। এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি মণ্ডপ উদ্বোধন করেছেন। পুজো উদ্যোক্তারা জানান, কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর আক্রমণের পর সেনাবাহিনী প্রতিশোধ নিয়েছে। এই অপারেশনে সেনাবাহিনীর মহিলা জওয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেটাই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই পুজো কমিটি বিশ্ববাংলা শারদ সম্মান প্রতিযোগিতায় সেরা প্রতিমার শিরোপা পেয়েছে। ষষ্ঠীতে মণ্ডপে উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া।

    উদ্যোক্তারা জানান, ষষ্ঠীতে রক্তদান, সপ্তমীতে বস্ত্রদান, নবমীতে অন্নকূট হবে। প্রায় ৩০লক্ষ টাকায় গড়ে তোলা মণ্ডপে আলোকসজ্জা ও অ্যানিমেশনের মাধ্যমে পহেলগাঁওয়ে সেই ভয়াবহ জঙ্গি হামলা, ভারতীয় সেনার পাল্টা অভিযানের প্রতিটি মুহূর্ত ফুটিয়ে তোলা হবে। রাফাল, সুখোই, এস-৪০০ মিসাইল সিস্টেম দেখানো হবে। কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং-এর সাংবাদিক বৈঠকও তুলে ধরা হবে। পুজো কমিটির সম্পাদক তথা স্থানীয় পঞ্চায়েত প্রধান পরিমল ধল বলেন, এবছর ভিড়ের সমস্ত রেকর্ড ভেঙে যাবে। সবাইকে মণ্ডপে আসার আমন্ত্রণ জানাচ্ছি। একসময় মাওবাদীদের আঁতুড় বলে পরিচিত পিড়াকাটায় ২০১৮সাল থেকে দুর্গাপুজোর সংখ্যা এক থেকে বেড়ে হয়েছে দুই। ওই বছর থেকেই বাজার কমিটির তরফে ধুমধাম করে পুজো আয়োজিত হচ্ছে। প্রথমবছরই শালবনী ব্লকের সেরা দুর্গাপুজোর শিরোপা পেয়েছিল এই পুজো কমিটি। ২০২৩ সালে বিশ্ববাংলা শারদ সম্মানেও এই পুজো কমিটি ভূষিত হয়েছে। পুজো কমিটির সভাপতি প্রবীর সাউ, কোষাধ্যক্ষ গৌতম দাস বলেন, সবাই একসঙ্গে মিলে পুজো আয়োজন করেছি। পুলিশ ও প্রশাসন সবরকম সহযোগিতা করেছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)