বিনপুরের তালপুকুরিয়া গ্ৰামে প্রথম পুজো ঘিরে আনন্দের হাট
বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: বিনপুর-২ ব্লকের তালপুকুরিয়া গ্ৰামে এই প্রথম দুর্গাপ্রতিমা গড়ে পুজো হচ্ছে। বনদেবীকে দুর্গারূপে পুজো করছেন এলাকার বাসিন্দারা। ঢাক-ঢোল, ধামসা-মাদল নিয়ে জঙ্গলঘেরা গ্রামের মানুষ আনন্দে মেতে উঠেছেন।
ভুলাভেদা পঞ্চায়েতের প্রত্যন্ত গ্ৰাম তালপুকুরিয়া। জঙ্গলকে কেন্দ্র করেই গ্রামের মানুষের জীবন-জীবিকা চলে। গ্রামের নারীপুরুষ, ছেলেবুড়ো সবাইকে এতদিন দূরের এলাকায় দুর্গাপুজো দেখতে যেতে হতো। জঙ্গলপথ দিয়ে ঠাকুর দেখতে যাওয়া ঝুঁকিবহুল। রাস্তায় বাস ও অন্য গাড়ির সংখ্যাও কম। সেই জন্য তাঁদের দীর্ঘদিন ধরেই গ্রামে দুর্গাপ্রতিমা গড়ে পুজোর ইচ্ছে ছিল। এবার তাঁরা নিজেরাই টাকা জোগাড় করে পুজো করছেন। দূরের গ্রাম থেকে ঢাকিরা আসবেন। সেইসঙ্গে ধামসা-মাদলের বাদ্যের সঙ্গে গ্রামের তরুণীরা নৃত্যে অংশ নেবেন। দেবীর পুজোর আগে জঙ্গলের জাহের থানে বনের ফুল-ফল-পাতা দেওয়া হবে। গ্ৰামবাসীদের বিশ্বাস, বনদেবী জঙ্গল, পশুপাখির পাশাপাশি তাঁদেরও রক্ষা করেন। তাঁর ইচ্ছেতেই পুজো আয়োজন সম্ভব হচ্ছে।
পুজো কমিটির সভাপতি সুনীল কর্মকার বলেন, আমাদের জঙ্গলঘেরা গ্রামে আদিবাসী সহ নানা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। এখন দুর্গাপুজো শুরু হওয়ায় গ্রামের মানুষকে আর ঠাকুর দেখতে দূরে যেতে হবে না। বনদেবীর কৃপা ও সবার ইচ্ছায় এই প্রথম পুজো আয়োজিত হচ্ছে।
কমিটির সম্পাদক বিপ্লব মণ্ডল বলেন, ষষ্ঠীতে পুজো মণ্ডপের উদ্বোধন করা হয়েছে। বিনপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশচন্দ্র সর্দার, বাঁশপাহাড়ী থানার ওসি শুভেন্দু রানা পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন। বিনপুর-২ পঞ্চায়েত সমিতির সদস্যা চারুবালা সিংহ সর্দার বলেন, জঙ্গলকে কেন্দ্র করে আমাদের জীবন চলে। সারাবছর অন্য উৎসব-অনুষ্ঠান তো লেগেই থাকে। এবার তালপুকুরিয়া গ্রামে দুর্গাপুজো না হওয়ার দুঃখও মিটল। পুজোর চারদিন এলাকার সমস্ত মানুষ উৎসবে মেতে উঠবে।-নিজস্ব চিত্র