• রাজ্য প্রশাসনের আবেদন মেনে পুজোয় কল্যাণী সীমান্ত পর্যন্তই চলবে লোকাল
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: স্থানীয় প্রশাসনের আবেদনের ভিত্তিতে রবিবার থেকে পুজোর ক’দিন কল্যাণী শহরের মধ্যে ট্রেন চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছিল পূর্ব রেল। বলা হয়েছিল, এই ক’দিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত কল্যাণী মেইন স্টেশনেই শুরু ও শেষ হবে শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকালের যাত্রাপথ। কিন্তু এই ব্যবস্থাপনায় কল্যাণীর বাসিন্দাদের আপত্তি ও ক্ষোভ টের পেয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার আবেদন করে রাজ্য প্রশাসন। এই অবস্থায় সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল রেল। অর্থাৎ, পুজোয় কল্যাণী শহরে ট্রেন চলাচল স্বাভাবিকই থাকবে। কল্যাণীর বাসিন্দাদের দাবি ছিল, পুজোর সময় কল্যাণী শহরের সব রাস্তাই একপ্রকার স্তব্ধ হয়ে যায় যানজটের কারণে। বিকল্প হিসেবে ট্রেনই একমাত্র ভরসা। সেটাও বন্ধ থাকলে সমস্যা বাড়বে। এই প্রেক্ষিতে কল্যাণী শহরের মধ্যে ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় রেল।

    এদিকে, কল্যাণী শহরের মণ্ডপগুলিতে প্রতিদিন বাড়ছে দর্শনার্থীদের ভিড়। মূলত রথতলা সর্বজনীন, লুমিনাস ক্লাব ও স্কোয়ার পার্কের পুজোয় জনতার ঢল নামছে। স্বাভাবিকভাবেই শহরের প্রধান সড়কগুলিতে যান চলাচল ব্যাহত হচ্ছে। বেশ কিছু রাস্তা নো-এন্ট্রি করা হয়েছে। শহরে প্রচুর সংখ্যায় টোটো চলাচল করায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠছে। আরও অভিযোগ, টোটোচালক যাত্রীদের থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দাবি করছেন। যানজটের কারণে প্যান্ডেল হপিংয়েও অসুবিধায় পড়ছেন দর্শনার্থীরা। পুরসভার একটি সূত্রের খবর, উৎসবের এই সময়ে শহরে অন্তত পাঁচ হাজার টোটো চলাচল করছে। পুরসভার নথিভুক্ত টোটো ছাড়াও প্রচুর সংখ্যায় বাইরের টোটো শহরে চলছে বলে অভিযোগ। তবে পুলিশের তৎপরতায় গত কয়েক বছরের তুলনায় এবার এখনও পর্যন্ত শহরে যানজট কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানাচ্ছে শহরবাসী।
  • Link to this news (বর্তমান)