• জনপ্লাবন উত্তর শহরতলিতে, দীর্ঘ লাইন আর তীব্র যানজটেও ক্লান্তিহীন দর্শনার্থীরা
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: ষষ্ঠীতে জনপ্লাবনের রূপ নিল উত্তর শহরতলি। বরানগর থেকে বারাকপুর পর্যন্ত প্রতিটি বিগ বাজেটের পুজো মণ্ডপে কার্যত জনস্রোত বয়ে যায়। বিকেল থেকে শুরু হওয়া দর্শনার্থীদের ভিড় সন্ধ্যা গড়ানোর পর নেয় অন্য চেহারা। রাত যত বেড়েছে পুজো প্যান্ডেলের সামনে দর্শনার্থীদের ভিড় ততই লম্বা হয়েছে। শহরের বিটি রোড, দমদম রোডসহ বিভিন্ন রাস্তায় জনতার ঢল সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ কর্মীদের।

    রবিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকায় প্রতিটি মণ্ডপে শুরু হয় জমাটি আড্ডা। পারিবারিক পুজোগুলিতেও দেশ-বিদেশ থেকে পরিবারের সদস্যরা পৌঁছানোয় বাড়িতে কার্যত চাঁদের হাট বসেছে। সঙ্গে শুরু হয়েছে জমাটি বৈঠকি আড্ডা ও খুনসুটি। তবে বিকেল থেকে প্রতিটি বিগ বাজেটের পুজো মণ্ডপে পা ফেলার জায়গা ছিল না। দমদম রোডে হনুমান মন্দির লাগোয়া জপুর জয়শ্রীর পুজো মণ্ডপের থিম দেখতে জনস্রোত ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে বেদিয়াপাড়ায় মরুতীর্থ হিংলাজ থিম দেখতেও মারাত্মক ভিড় হচ্ছে। অমরপল্লি সর্বজনীন পূজা কমিটির বিড়লা তারামন্ডল থিমেও দর্শনার্থীদের লম্বা লাইন পড়েছে। দমদম নাগেরবাজার ক্ষুদিরাম কলোনি সর্বজনীন দুর্গোৎসবের বিলুপ্তি থিম মণ্ডপে জনস্রোত দেখা গিয়েছে। পৃথিবীতে মানুষের ভুলে কীভাবে বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতি তা মণ্ডপে তুলে ধরা হয়েছে। প্রতিমাতেও রয়েছে চমক। বরানগরের পুজোকে ঘিরে দর্শনার্থীদের আলাদা উন্মাদনা দেখা গিয়েছে। লোল্যান্ডের মুখোশ থিম ও নপাড়া দাদা ভাই সংঘের টান থিম পাল্লা দিয়ে ভিড় টেনেছে। সিঁথির মোড়ের বন্ধুদল স্পোর্টিং ক্লাবের কালীসুতাপুর থিম ও সিঁথির মোড়ের মেলায় জনস্রোত দেখা গিয়েছে। কামারহাটির পথের সাথি পুজো কমিটির তৈরি তাজমহল মণ্ডপের সামনে সেলফি নেওয়ার হুড়োহুড়ি পড়েছে। একইভাবে দক্ষিণেশ্বর, আড়িয়াদহের পুজো মণ্ডপগুলিতেও ভিড় উপচে পড়ে। পানিহাটির আগরপাড়ার মহাজাতি সেন্ট্রালের কোনাকি থিম, তারাপুকুর মিলন সংঘের মহাকুম্ভ থিম ও সিলিকনের দুর্গার মতো এলাকার বেশ কয়েকটি পুজো মণ্ডপে রাতভর দীর্ঘ লাইনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। একইভাবে শহিদ কলোনির চারধাম, পানশিলা ঠাকুরবাড়ির শ্রীচরণেষু থিমেও আবেগাপ্লুত হয়েছেন দর্শনার্থীরা। নিউ বারাকপুরের শক্তি সংঘসহ বিভিন্ন থিমের মণ্ডপে উপচে পড়া ভিড় ছিল। 

    বারাকপুরের মধ্য নোনা চন্দনপুকুর বাজারের তিরুপতি মন্দির, সুকান্তসরণি পূর্ব তালাবাগানের অন্তরদর্পণ থিম চমক তৈরি করেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে প্রতিমা দর্শন করেন সাধারণ মানুষ। বারাকপুর চিড়িয়া মোড়ের যুবশক্তির মানস ক্লাবের থিমের মণ্ডপ, ফিডার রোডের মণ্ডল পাড়ার রাজমহলে রাজরানির মণ্ডপেও রাতভর তিলধারণের জায়গা ছিল না। 

    একইভাবে নৈহাটির গরিফা যুব সংঘের যুদ্ধ বন্ধের আর্জিতে মারাত্মক ভিড় হচ্ছে। ভিড় টানার প্রতিযোগিতায় পাল্লা দিয়েছে পলতা ও ইছাপুরের একাধিক পুজো মণ্ডপ। 
  • Link to this news (বর্তমান)