নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: উদ্বোধনের পর থেকেই ভিড় উপচে পড়ছে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপে। রবিবার, ষষ্ঠীর রাতে অত্যাধিক ভিড়ের চাপে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয় বলে খবর। জানা গিয়েছে, কয়েকজন বয়স্ক দর্শনার্থী, মহিলা ও শিশু অসুস্থ হয়ে পড়েন। যদিও বিধাননগর কমিশনারেটের পুলিশ ও পুজো উদ্যোক্তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ভিড়ে রাশ টানতে দর্শনার্থীদের অনেককেই মণ্ডপে ঢোকার আগেই ফিরিয়ে দেওয়া হয়। রাতে পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা মণ্ডপ পরিদর্শন করেন। এর পরেই আজ, সোমবার দুপুর ১২টা পর্যন্ত মণ্ডপ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পুজো কমিটির সভাপতি মৌসুমি নস্কর বলেন, জনজোয়ারের মধ্যে সামান্য হুড়োহুড়ি হয়েছিল। মণ্ডপে কিছু যান্ত্রিক ত্রুটি হয়েছে। সোমবার দুপুর ১২টা পর্যন্ত প্যান্ডেল বন্ধ রেখে তা মেরামত করা হবে। এরপর দর্শনার্থীদের জন্য ফের মণ্ডপ খুলে দেওয়া হবে। পুলিশ জানিয়েছে, ভিড় বেশি হওয়ায় হুড়োহুড়ি হয়েছিল। কেউ অসুস্থ হননি।