• গরমকে ডোন্ট কেয়ার, নতুন জামার গন্ধ মেখে প্যান্ডেলের সামনে ভিড়
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রচণ্ড গরম হতে পারে, কিন্তু এটা ষষ্ঠী। তাই গরমকে ডোন্ট কেয়ার করে বারাসত থেকে হাবড়া– রবিবার সর্বত্র ভিড়ের চিত্রটা ছিল একইরকম। শহর বা গ্রামের অলিগলিতে প্যান্ডেলের সামনে ভিড় দর্শনার্থীদের। ঘাম মুছতে মুছতে চলছে ঠাকুর দেখা। মাঝেমধ্যে হাতে উঠছে ফুচকার প্লেট। কেউ আবার হাতে কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে ঘুরছেন। সেল্ফিতে মজে অনেকে। ভিড়ের মধ্যেই চলছে হুল্লোড়।

    ষষ্ঠীতেই শুরু হয়ে গেল জনস্রোত। নতুন জামার গন্ধে মাখামাখি অলিগলি। কোথাও সাদা আলোর ঝলকানি, কোথাও আবার রঙিন আল্পনার ছড়াছড়ি। মণ্ডপের সাজ দেখতে দুপুরের রোদকেও অগ্রাহ্য করছে মানুষ। যুবক-যুবতীরা হাতে হাত ধরে হাঁটছে। সেল্ফিতে বন্দি মুহূর্ত। মণ্ডপের ভিতরে ঢুকতেই ঢাকের বাদ্যি আর আলোর ঝলকানিতে ক্লান্তি ভ্যানিস। উদ্যোক্তাদের কথায়, প্রেম, বন্ধুত্ব, উচ্ছ্বাস, উৎসব সব কিছুই একাকার ষষ্ঠী থেকেই। প্যান্ডেল হপিং সেরে রাতে হোটেল বা রেস্তরাঁয় চলল কব্জি ডুবিয়ে খাওয়া।

    ক’দিন আগে মধ্যমগ্রামের উদয়রাজপুর মধ্যপাড়া সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ উদ্বোধন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পঞ্চমীর দিন সকাল থেকেই মণ্ডপে ভিড় বাড়তে শুরু করে। বারাসতে দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম নবপল্লির ঐক্যধাম পুজো কমিটি। এবছর তাদের পুজো ৩০ বছরে। উদ্যোক্তারা বরাবরই সাবেকিয়ানাকেই গুরুত্ব দেন। এবার নজরকাড়া মাতৃপ্রতিমা। উদ্বোধন হয়েছে পঞ্চমীতে। প্রতিমা দর্শনের পাশাপাশি দর্শনার্থীরা মুঠোফোনে ছবি তুলতে ভিড় জমাচ্ছেন। অনেক দর্শনার্থী আবার মণ্ডপের সামনে থমকে যাচ্ছেন। বারাসত সবুজ সঙ্ঘ দুর্গোৎসব কমিটির অভিনব থিম অপারেশন সিঁদুর। ৬৪ তম বর্ষে পহেলগাঁও হত্যাকাণ্ডে নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে তারা। ষষ্ঠীর সকাল থেকেই তাদের মণ্ডপে ভিড়।

    দত্তপুকুরের অভিযাত্রী সঙ্ঘের এবার থিম ভাবনা একটু অন্যরকম। তাদের থিমের নাম পুরুষ। সমাজে নারীদের পাশাপাশি পুরুষদের গুরুত্ব যথেষ্ট। সেই দিকটিই তুলে ধরেছেন উদ্যোক্তারা। অশোকনগরের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবছর পা দিল ৭৫ তম বর্ষে। কলকাতার প্রতিমা শিল্পী মোহনবাঁশি রুদ্রপালের স্টুডিওর মূর্তি তাদের মণ্ডপে। প্রতিমা দেখতেই ভিড় জমাচ্ছে মানুষ। শহরের পাশাপাশি গ্রামেও থিম। ৫৫ তম বর্ষে পদার্পণ করা দেগঙ্গার চট্টল সমিতির থিম রাজবাড়ি। দালানযুক্ত মণ্ডপে সাবেকি প্রতিমা নজর কাড়ছে দর্শনার্থীদের। দেগঙ্গার বিপ্লবী কলোনি যুবকবৃন্দের ২৭ বছরের থিম কেদারনাথের মন্দির। তবে এখানে উমা সাবেকি শাড়ি পরিহিতা।

    রবিবার দুপুরে বারাসতের কলোনি মোড়ে দাঁড়িয়ে সৌমি ও সুমন্ত চক্রবর্তী কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিতে দিতে বলছিলেন, গরম তো আছেই। তবে বিয়ের পর এবার প্রথম পুজো। অশোকনগরের চৌরঙ্গী মোড়ে দাঁড়িয়ে পম্পা মুখোপাধ্যায়কে আবার বলতে শোনা গেল, গরমে মেকআপ একটু নষ্ট হয়ে যাচ্ছে। চুল উড়ে যাচ্ছে। কিন্তু, বন্ধুদের সঙ্গে মণ্ডপে ঘুরে সেল্ফি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করলে আনন্দ আর কোথায়! এটাই তো পুজোর আসল মজা!
  • Link to this news (বর্তমান)