নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত সপ্তাহে তুমুল বৃষ্টিতে বানভাসি অবস্থা হয়েছিল কলকাতার। শহরের কিছু কিছু অংশে তিন-চার দিন ধরে জল জমে থাকায় দুর্ভোগে জেরবার হতে হয়েছে সাধারণ মানুষকে। এরপরও রয়েছে নতুন একটি নিম্নচাপের ভ্রুকুটি। নবমী নাগাদ অর্থাৎ পূজোর মধ্যেই তার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। তাই আগেভাগেই সতর্ক থাকছে কলকাতা পুরসভা।
বৃষ্টির সময় বা জল জমলে রাস্তায় রাস্তায় ম্যানহোল, গালিপিট খুলে পরিষ্কার করার জন্য মোতায়েন থাকছেন ১৭৬ জন ফিল্ড কর্মী। পুরসভার নিকাশি বিভাগ সূত্রের খবর, শহরের দু’টি গুরুত্বপূর্ণ আন্ডারপাসের (কাঁকুড়গাছি এবং উল্টোডাঙা) জন্য আলাদা করে ২০ জনের একটি টিম প্রস্তুত থাকবে। পুরসভার বক্তব্য, মাত্রাতিরিক্ত বৃষ্টি হলে জল জমবেই। বিশেষ করে যদি জোয়ারের সময় লকগেট বন্ধ থাকে এবং তখনই ঝেঁপে বৃষ্টি চলে, সেক্ষেত্রে রাস্তায় জল জমতে বাধ্য। সেই জমা জল কত তাড়াতাড়ি নামানো যায়, সেটাই লক্ষ্য থাকে। শহরের ৮৬টি পাম্পিং স্টেশন চালু থাকবে।
সেই সঙ্গে যেখানে একটু বৃষ্টিতেই জল জমে যায়, সেসব অঞ্চলে জল নামানোর জন্য ৪০৬টি অস্থায়ী পাম্পের ব্যবস্থা রাখা হয়েছে। নিকাশি বিভাগের এক কর্তা বলেন, ‘বর্তমানে ঘণ্টায় ২০-২২ মিমি বৃষ্টিপাত হলে তা সামলে দেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের নিকাশি ব্যবস্থার। কিন্তু তার বেশি বৃষ্টি হলে জল জমবে। তবে আমরা সতর্ক থাকছি। প্রত্যেকটি ঘটনা থেকে অভিজ্ঞতা সঞ্চয় করি আমরা। ক’দিন আগে রেকর্ড পরিমাণে বৃষ্টি হওয়ায় সমস্যা হয়েছে। আগামী দিনে এমন বৃষ্টি হলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে, সেই