• মহিলা পুলিশকে মারধর, ধৃত ২
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলা পুলিশকর্মীকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার এক আইনজীবী ও তাঁর বন্ধু। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বড়তলা থানা এলাকার বিধান সরণি ও অরবিন্দ সরণির সংযোগস্থলে। অভিযোগ, ওই দুই অভিযুক্ত রাতে স্থানীয় একটি মদের দোকানে যান। ওই সময় দোকান বন্ধ থাকায় তাঁরা চিৎকার শুরু করেন। এরপর হাঙ্গামা বাঁধিয়ে দেন বলে অভিযোগ। ঘটনা দেখে এগিয়ে আসেন এক মহিলা পুলিশকর্মী। তিনি সেখান থেকে দু’জনকে চলে যেতে বলেন। অভিযোগ, তখন ওই মহিলা পুলিশকর্মীকে ধাক্কা মারেন আইনজীবী ও তাঁর বন্ধু। এমনকী, মারধর করেন বলে অভিযোগ। মহিলা পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করে বড়তলা থানা। রবিবার ব্যাঙ্কশাল আদালতে ধৃতদের জামিন মঞ্জুর হয়েছে।
  • Link to this news (বর্তমান)