• সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অবরোধ, বিক্ষোভ তৃণমূল সদস্যদের
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বসিরহাট: তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে। এর প্রতিবাদে রবিবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যরাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাটি ঘটেছে মিনাখাঁ ব্লকে। অভিযোগ, একাধিক ঠিকাদার সংস্থার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। ফলে ওই এলাকায় ঠিকাদাররা ঠিকঠাক কাজ করতে পারছেন না। যাঁরা কাজ করছেন, তাঁরাও করছেন অতি নিম্নমানের সামগ্রী দিয়ে। নতুন প্রকল্পের কাজ কিছুদিনের মধ্যেই সব নষ্ট হয়ে যাচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে পঞ্চায়েত সমিতির প্রতিটি সদস্যকে এলাকার উন্নয়নের জন্য কাজ করার সুযোগ দিতে হবে। সঠিকভাবে সরকারি নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। অবরোধ কিছুক্ষণ চলার পর মিনাখাঁ থানার পুলিস এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলে। তাঁদের দাবির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে শুনে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লার সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। তবে মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখব।
  • Link to this news (বর্তমান)