সংবাদদাতা, বনগাঁ: ষষ্ঠীর সন্ধ্যা থেকেই ভিড় উপচে পড়ল বনগাঁতে। শহরের পুজো মণ্ডপগুলিতে আট থেকে আশির ভিড়। শুরু হয়েছিল চতুর্থীর রাত থেকে। চতুর্থী ও পঞ্চমীর দিন বনগাঁ শহরের অনেক পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে যায়। সেদিন রাত থেকেই বাইক ও গাড়ি করে ঠাকুর দেখতে বের হন ছোট থেকে বয়স্করা। ষষ্ঠী সন্ধ্যা থেকে বনগাঁ শহরের মণ্ডপে ভিড় কলকাতাকে মনে করাচ্ছে। বনগাঁ মহকুমায় ন’ হাজারের বেশি পুজো হচ্ছে এবছর। শুধুমাত্র বনগাঁ পুরসভা এলাকাতেই পুজোর সংখ্যা ১০৯টি। সংখ্যাটি গতবারের চেয়ে একটু বেশি। এর মধ্যে অধিকাংশ বিগ বাজেটের পুজো। মণ্ডপের পাশাপাশি আলোয় সেজে উঠেছে রাস্তাঘাট। বনগাঁ শহরের অন্যতম পুজো আয়রন গেট স্পোর্টিং ক্লাবের। বিকেল থেকেই সেখানে দর্শনার্থীদের ঢল নেমেছে। প্রতাপগড় স্পোর্টিং ক্লাবকে বনগাঁর পুজোর প্রাণকেন্দ্র বলা চলে। সন্ধ্যা নামতেই সেখানে আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। বনগাঁ রেটপাড়া স্পোর্টিং ক্লাব, ঐক্য সম্মিলনী, ৩ নম্বর টালিখোলা, অভিযান সঙ্ঘ, গান্ধীপল্লি বিবেকানন্দ ক্লাবের পুজো অন্যতম। প্রতিটি পুজো প্যান্ডেলের সামনেই মানুষের ভিড়। মুখভার কাটিয়ে ঝলমল আকাশ হওয়ায় ভিড় অনেকটাই বেড়েছে। এদিকে, ভিড়ের আশঙ্কা করে আগে থেকেই পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে পুলিশকর্মীদের সঙ্গে রয়েছেন সিভিক ভলান্টিয়াররা। মানুষের সুবিধার্থে রবিবার বিকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এদিকে প্রথম দিন থেকে রাস্তায় ভিড় হওয়ায় খুশি ব্যবসায়ীরা। তাঁদের আশা এবছর বিক্রি অনেকটাই বেশি হবে। বনগাঁ শহরের পাশাপাশি মহকুমার বাগদা, গাইঘাটা, গোপালনগরেও মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। নিজস্ব চিত্র