• পদত্যাগ করতে চান হাবড়া পুরসভার ভাইস চেয়ারম্যান, তৃণমূলের অন্দরে শোরগোল
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: সদ্য ঘোষণা হয়েছে বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ব্লক ও টাউন কমিটি। সেই আবহে হাবড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চাইলেন বর্ষীয়ান তৃণমূল নেতা সীতাংশু দাস। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে হাবড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন সীতাংশু দাস ওরফে ঝন্টু। দল তাঁকে পুরসভার ভাইস চেয়ারম্যান করে। একই সঙ্গে হাবড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন তিনি। নতুন করে হাবড়া শহর তৃণমূলে সভাপতি কে হবেন, তা নিয়ে দলের অন্দরে টানাপোড়েন চলছিল। সূত্রের খবর, দলের একটি অংশ ফের সীতাংশুবাবুকেই ওই পদে চাইছিল। অনেকে মনে করছিলেন, ‘এক ব্যক্তি এক পদ’ নীতি যদি কার্যকর হয়, তাহলে হয়তো তাঁর শহর সভাপতি পদ চলে যাবে। তাই সাংগঠনিক পদ বাঁচাতে পুরসভার পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। গত ২২ সেপ্টেম্বর এ সংক্রান্ত চিঠি তিনি পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহার কাছে জমা দিয়েছেন। কিন্তু ২৫ সেপ্টেম্বর পদাধিকারীদের নামের তালিকা ঘোষণা হতে দেখা যায়, হাবড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন অনুপ দাস।  এখানেই জল্পনা শুরু হয়েছে, এই অবস্থায় যদি সীতাংশুবাবুর পদত্যাগ গৃহীত হয়, তাহলে দু’কূলই হারাবে তাঁর। তিনি অবশ্য বলেন, ‘জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশ মতোই আমি চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।’ 

    বিষয়টি নিয়ে হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা কোনও মন্তব্য করতে চাননি। ‘দলের অভ্যন্তরীণ বিষয়’ বলে কার্যত তিনি প্রসঙ্গটি এড়িয়ে গিয়েছেন। 
  • Link to this news (বর্তমান)