• কল্যাণীতে বাইকের ধাক্কায় প্রৌঢ়ার মৃত্যু
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী শহরের বি ব্লক এলাকায় রবিবার দুপুরে এক বেপরোয়া বাইকের ধাক্কায় এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। মৃতার নাম সীতা মণ্ডল (৫৮)। তাঁর বাড়ি কল্যাণী মাঝেরচর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণী দু’নম্বর বাজার এলাকায় রাস্তা হেঁটে পার হচ্ছিলেন ওই প্রৌঢ়া। তখনই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রৌঢ়াকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে জ্ঞান হারান প্রৌঢ়া। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে কল্যাণী থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। কল্যাণী পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা স্থানীয় বাসিন্দা রানা চক্রবর্তী বলেন, কল্যাণী শহরে বেপরোয়া বাইক চলাচল বেড়েছে। পুলিশের উচিত বিষয়টি কঠোরভাবে দেখা।
  • Link to this news (বর্তমান)