• প্রাক্তন প্রেমিকাকে নিয়ে ইন্সটাগ্রাম পোস্ট! আর তাতেই প্রাণ গেল যুবকের, ভালবাসা উজাড় করতেই এ কী করল প্রেমিকার পরিবার? ...
    আজকাল | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রেম সম্পর্ক ভেঙে যাওয়ায় প্রাক্তন প্রেমিকাকে নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন। আর তার জেরেই বেঘোরে প্রাণ গেল ২৮ বছরের এক যুবকের। লাঠি দিয়ে পিটিয়ে তাঁকে খুন করার অভিযোগ উঠল যুবতীর পরিবারের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার জগতিয়াল জেলায়। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ইদুরগাটলা সতীশ। সারাঙ্গপুর মণ্ডলের রেচাপল্লি গ্রামের বাসিন্দা সতীশ পেশায় একজন গাড়িচালক ছিলেন। খবর অনুযায়ী, তাঁরই গ্রামের এক যুবতীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই যুবতী তাঁকে জানান, তাঁর পরিবার বিয়ের জন্য পাত্র খুঁজছে, তাই তিনি আর এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান না।

    পুলিশের অনুমান, সম্পর্ক ভাঙার কথা শুনেই হতাশ হয়ে পড়েন সতীশ। অভিযোগ, এর পরেই ইনস্টাগ্রামে একটি পোস্টে ওই যুবতীকে ভালোবাসার কথা জানান তিনি এবং হুঁশিয়ারি দিয়ে লেখেন, অন্য কেউ যেন তাঁকে বিয়ে করার সাহস না দেখায়।

    শনিবার সন্ধ্যায় পোস্টটি যুবতীর পরিবারের নজরে আসতেই পরিস্থিতি ভয়াবহ উত্তপ্ত হয়ে ওঠে। খবর মারফত ওইদিনই সন্ধ্যা ৭টা নাগাদ তাঁরা সতীশের বাড়িতে চড়াও হন। জগতিয়াল গ্রামীণ থানার এক পুলিশ আধিকারিক বলেন, "দু'পক্ষের বাকবিতণ্ডার মধ্যেই অভিযুক্তরা লাঠি দিয়ে সতীশের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।"

    ঘটনার জেরে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "নাথারি বিননজি, শান্তা বিননজি এবং জলা নামে তিন অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।" বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে তল্লাশি জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    প্রসঙ্গত, আরেক চাঞ্চল্যকর ঘটনা জানা গিয়েছে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রতিশোধ নিতে প্রাক্তন প্রেমিকার ব্যক্তিগত ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করল গোয়া পুলিশ। রবিবার পুলিশ সূত্রে এই খবর জানানো হয়েছে। এই ঘটনা ঘিরে শহর হুলুস্থুল। 

    সাইবার ক্রাইম থানার এক আধিকারিক জানিয়েছেন, ধৃত যুবকের নাম মহম্মদ সধীম। অভিযুক্তের বয়স ২৩। তার বিরুদ্ধে অভিযোগ, সম্পর্কে থাকাকালীন অভিযোগকারিণী যুবতীর কিছু ব্যক্তিগত ছবি নিজের কাছে মোবাইল ফোনে রেখেছিল সে। সম্প্রতি ওই যুবতী সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সধীম। পুলিশ জানিয়েছে, উত্তর গোয়ার বাসিন্দা সধীম এর পরেই ওই যুবতীর নামে একাধিক ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলে। সেই অ্যাকাউন্টগুলি থেকে যুবতীর বন্ধুদের তাঁর ব্যক্তিগত ছবি পাঠাতে শুরু করে। অভিযোগ পেয়েই পুলিশ তৎক্ষণাত তদন্তে নামে।

    সাইবার ক্রাইম শাখা জানিয়েছে, বিস্তারিত তদন্ত এবং প্রযুক্তিগত বিশ্লেষণের পর মারগাও এবং পানাজিতে তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংবিধান (বিএনএস) ৭৯ এবং ৩৫৬ ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় একটি আদালত ধৃতকে মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বর্তমানে পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে। 
  • Link to this news (আজকাল)