রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশে আগরতলা, কলকাতা এবং গুয়াহাটিতে আজ ২৯ সেপ্টেম্বর, সপ্তমীতে ব্যাঙ্ক ছুটি। শুধু আজই নয়, কলকাতায় টানা ছব্যাঙ্ক ছুটি থাকবে। এদিকে এই সপ্তাহের সাতদিনই ভারতের কোনও না কোনও অংশে ব্যাঙ্ক ছুটি থাকবে। নবরাত্রি, দুর্গাপুজো, গান্ধী জয়ন্তী, স্থানীয় উৎসব এবং জাতীয় ছুটির দিনগুলির জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।
এই সপ্তাহের ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা :
২৯ সেপ্টেম্বর : মহাসপ্তমীর কারণে আগরতলা, কলকাতা এবং গুয়াহাটির ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৩০ সেপ্টেম্বর : মহাঅষ্টমীর কারণে আগরতলা, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, জয়পুর, কলকাতা, পটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১ অক্টোবর : আগরতলা, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, ইটানগর, কানপুর, কোচি, কোহিমা, কলকাতা, লখনউ, পাটনা, রাঁচি, শিলং এবং তিরুবনন্তপুরমে নবরাত্রি/মহানবমী/আয়ুধ পুজো উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২ অক্টোবর : গান্ধী জয়ন্তী/ দশেরা/ বিজয়া দশমীর কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে গোটা দেশে।
৩ অক্টোবর কারণে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকে।
৪ অক্টোবর : দুর্গাপুজোর কারণে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকে।
৫ অক্টোবর : রবিবার সপ্তাহান্তে ছুটির কারণে সারা ভারত জুড়ে ব্যাংকগুলি বন্ধ রয়েছে।
এরপর ৭ অক্টোবর মহর্ষি বাল্মীকি জয়ন্তী এবং ১৭ অক্টোবর করভা চৌথ উপলক্ষে অনেক রাজ্যে সরকারি ছুটি থাকবে। এরপর ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দীপাবলি, ভাইফোঁটার ছুটি থাকবে পশ্চিমবঙ্গ সহ বহু রাজ্যে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, দিল্লির কিছু অংশে ২৭-২৮ অক্টোবর ছটপুজোর জন্য ব্যাঙ্ক ছুটি থাকবে।