বারোয়ারি পুজোর পাশাপাশি মাতৃ আরাধনায় জোর দিয়েছে আবাসনগুলোও। নানা বিষয়ে একে অন্যকে টেক্কা দিতে চেষ্টার কসুর করেননি উদ্যোক্তারা। সেগুলির মধ্যে থেকেই চুলচেরা বিশ্লেষণে বেছে নেওয়া হল সেরা ১০টি আবাসনের পুজোকে।
বারোয়ারি পুজোয় যেমন থিম ভাবনায় একে অন্যকে টেক্কা দেওয়ার পালা চলে, তেমনই প্রতিযোগিতা আবাসনের পুজোগুলিতেও। তবে এই পুজোর ফ্লেভার আলাদা। তাই প্রতিযোগিতার ধরনটাও বেশ অন্যরকম। কোথাও কেউ চমকে দিয়েছেন ভোগ রান্না করে। কোথাও আবার প্রতিমাতেই বাজিমাত।
কোনও কোনও আবাসনের পুজো যেভাবে ঘরোয়া পরিবেশ তৈরি করেছে, বেঁধে রেখেছে আপাত অচেনা মানুষগুলিকে তা অন্য মাত্রা দিয়েছে দুর্গাপুজোকে। সামগ্রিক দিক থেকে এই খুঁটিনাটি বিচারেই বেরিয়েছিলেন বিচারকরা।