সংবাদ প্রতিদিন ডট ইন পুজো পারফেক্ট ২০২৫: সেরা ৫ পুজো
প্রতিদিন | ২৯ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। মহাসপ্তমীর সকালে জেআইএস গ্রুপ নিবেদিত ‘সংবাদ প্রতিদিন ডট ইন পুজো পারফেক্ট ২০২৫’, সহ নিবেদনে শ্রীলেদার্স-এর সেরা ৫ পুজোর নাম ঘোষণা হতেই খুশির জোয়ার বিজয়ী পুজো কমিটিগুলিতে। মহাষষ্ঠীর সকালেই জেআইএস গ্রুপ নিবেদিত ‘সংবাদ প্রতিদিন ডট ইন পুজো পারফেক্ট ২০২৫’-এর সেরা ১২ পুজোর তালিকা ঘোষণা হয়ে গিয়েছিল। সেই ১২টি পুজোর মধ্যে থেকেই ষষ্ঠীর রাতে একঝাঁক সেলিব্রিটি বিচারকের চোখে উঠে এল সেরা পাঁচ এবং সেরা প্রতিমা ও সেরা আইডিয়ার পুজো।
তৃতীয়া থেকেই সেরা পুজোর লড়াই। প্রায় চারশোরও বেশি পুজোমণ্ডপ ঘুরে শেষপর্যন্ত বিচারকরা বেছে নিলেন শহরের সেরা ৫ পুজোকে। উত্তর থেকে দক্ষিণ। টক্কর সমানে সমানে। কল্পনা ও সৃজনে, থিম-ভাবনা ও রূপায়ণে উৎকর্ষের ছোঁয়া পরতে পরতে। সেই সঙ্গে পুরোদস্তুর বজায় উৎসবের সামগ্রিক আবহও। ভাবনা ও সৃজনের মুনশিয়ানাতেই শেষমেশ বাজিমাত।
সুরুচি সংঘ: আরও একবার পুজো পারফেক্টের সেরা পুজো নির্বাচিত হল দক্ষিণ কলকাতার অতি জনপ্রিয় সুরুচি সংঘ। শিল্পী অনির্বাণ দাসের ভাবনায় এবার সুরুচি সংঘের নিবেদন ‘আহুতি’। অনুশীলন সমিতির কার্যকলাপের ইতিহাস তুলে ধরা হয়েছে মণ্ডপে।