• ভিড়ে অঘটন ঠেকাতে শিয়ালদহ স্টেশনে বিশেষ কক্ষ, নিরন্তর নজরদারি
    আনন্দবাজার | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • কুম্ভ মেলার ভিড় ঠিক মতো সামলাতে না পারায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে উৎসব, মেলা, পার্বণের মতো অনুষ্ঠানে ভিড় সামলানোর ক্ষেত্রে পৃথক পৃথক পরিকল্পনা করে সেই অনুযায়ী পদক্ষেপ করার কথা জানিয়েছিল রেল বোর্ড। কোথাও আচমকা ভিড় বাড়লে তা যাতে রেলের নজর এড়িয়ে না যায়, সে কথাও উঠে এসেছিল বোর্ডের জারি করা নির্দেশিকায়।

    এ বারের পুজোয় শিয়ালদহ স্টেশন ছাড়াও ওই ডিভিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে ভিড়ের উপরে প্রতি মুহূর্তে নজরদারি চালাতে শিয়ালদহ স্টেশনে পুরোদস্তুর ‘ওয়ার রুম’ খোলা হয়েছে। শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশনে বসানো প্রায় ২২০০ সিসি ক্যামেরার ফুটেজ ওই কক্ষে জমা হচ্ছে বলে রেল সূত্রের খবর। সংশ্লিষ্ট সব ক্যামেরা থেকে পাওয়া টাটকা ছবি বিশ্লেষণ করার জন্য সেগুলিকে ১২টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে।

    যন্ত্র-নির্ভর ভিডিয়ো সার্ভিল্যান্স ব্যবস্থার মাধ্যমে ওই ছবি বিশ্লেষণ করে দেখা হচ্ছে। কোথাও আচমকা ভিড় বেড়ে গেলে কিংবা অস্বাভাবিক অবস্থা চোখে পড়লে সঙ্গে সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে।

    ওই ওয়ার রুম ছাড়াও বিভিন্ন স্টেশন থেকে ফোন এবং মোবাইলের মাধ্যমেও সরাসরি তথ্য সংগ্রহ করে তা যাচাই করা হচ্ছে। একাধিক সূত্র থেকে পাওয়া খবর নজরদারির গুরুত্ব বাড়িয়েছে। পাশাপাশি, দিন-রাত সরাসরি পরিচালন ব্যবস্থায় নজরদারি চলার কারণে প্রতি মুহূর্তের প্রকৃত পরিস্থিতির খবর জানা সম্ভব হচ্ছে। এতে রেলের পক্ষ থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ছাড়াও প্রয়োজনীয় পদক্ষেপ করার ক্ষেত্রে সুবিধা হচ্ছে।

    শিয়ালদহ স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়া এবং আসার সময়ে প্ল্যাটফর্মে জড়ো হওয়া ভিড়ের দিকে যেমন লক্ষ রাখা হচ্ছে, তেমনই স্টেশনে ঢোকা এবং বেরোনোর পথে যাত্রীদের ভিড় যাতে মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি না করে, সে দিকেও নজর রাখছেন কর্মী ও আধিকারিকেরা।

    প্রসঙ্গত, পুজোর মুখে শিয়ালদহের এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন প্রফুল্ল দ্বার চালু হওয়ার ফলে স্টেশনে যাত্রীদের ঢোকা এবং বেরোনোর প্রক্রিয়া অনেকটাই মসৃণ হয়েছে। ওই ব্যবস্থার উপরে নজর রাখতে খোদ শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা ছাড়াও অন্য বিভাগীয় প্রধানেরা সরাসরি ময়দানে নেমে ব্যবস্থা তদারকি করছেন। শনি এবং রবিবার পুজো দেখতে আসা দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

    এ দিকে, পুজোর ভিড় সামলাতে আজ, সোমবার সপ্তমী থেকে হাওড়া ডিভিশনে রাতে লোকাল ট্রেনের বিশেষ পরিষেবা শুরু হচ্ছে। সপ্তমী থেকে নবমী, এই তিন দিন মাঝরাতে ওই সব ট্রেন চলবে। বিশেষ পরিষেবার আটটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান অভিমুখে কর্ড ও মেন শাখা ছাড়াও ব্যান্ডেল এবং শেওড়াফুলি শাখায় চলবে। প্রতিটি শাখায় এক জোড়া করে ট্রেন দেওয়া হয়েছে। রাতের বেশির ভাগ ট্রেন সাড়ে ১২টা থেকে ১টা ১৫ মিনিটের মধ্যে ছাড়বে।
  • Link to this news (আনন্দবাজার)