• সপ্তমীর সকালে ভয়াবহ পথদুর্ঘটনা, বাস উল্টে মৃত্যু শিশুর, আহত ১৫
    এই সময় | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • সপ্তমীর সকালে বোলপুরে ভয়াবহ পথদুর্ঘটনা। সিয়ান হাসপাতাল সংলগ্ন এলাকায় বাস উল্টে মৃত্যু হলো এক শিশুর। আহত অন্তত ১৫। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের বেপরোয়া গতির কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে।

    জানা গিয়েছে, বাসটি কীর্ণাহার থেকে বোলপুরের দিকে আসছিল। সিয়ান হাসপাতাল পার করার সময়ে সামনের দিকে একটি খালি টোটো চলে আসে। পাশ কাটাতে গিয়ে গর্তে আটকে যায় চাকা। ততক্ষণে টোটো ছেড়ে ঝাঁপ মারেন চালকও।

    এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস। বাসের নীচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায় টোটোটিও। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশের টিম। মৃত শিশুটিকে উদ্ধার করে আনা হয়। একই সঙ্গে রক্তাক্ত যাত্রীদেরও একে একে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে বের করে আনা হয়। বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে উদ্ধারকাজ চলে। আহতদের দ্রুত অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রেনের সাহায্যে উল্টে থাকা বাসটিকেও রাস্তা থেকে সরানো হয়।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। সে কারণেই এত বড় দুর্ঘটনা ঘটল। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)