• করুর মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা ৪০, টিভিকে-র সিবিআই তদন্তের দাবি...
    আজকাল | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অভিনেতা-রাজনীতিক বিজয় নেতৃত্বাধীন তামিঝাগা ভেত্রি কাজাগম (টিভিকে) করুরে দলের সমাবেশে পদদলিত হয়ে মৃত্যু নিয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। রবিবার দলের আইনজীবী সেল আরিভাঝগনের নেতৃত্বে এক প্রতিনিধিদল বিচারপতি এম. ধনদাপানির গ্রিনওয়েজ রোডের বাসভবনে গিয়ে বিশেষ উল্লেখ করেন এবং ঘটনাটির সিবিআই অথবা বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) মাধ্যমে নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

    এদিন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক আহত ব্যক্তি প্রাণ হারালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪০। করুরের এই ভয়াবহ দুর্ঘটনা ইতিমধ্যেই সমগ্র তামিলনাড়ুতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। দলের উপ-সহসচিব নির্মল কুমার সাংবাদিকদের জানান, এই পদদলিত নিয়ে এখনও পর্যন্ত দল কোনও ষড়যন্ত্রের অভিযোগ আনেনি। তবে মৃতের সংখ্যা ও ঘটনার গুরুত্ব বিবেচনা করে উচ্চ আদালতের হস্তক্ষেপ জরুরি। “আমরা নিরপেক্ষ তদন্ত চাই। বিকল্প হিসেবে আদালত চাইলে স্বতঃপ্রণোদিতভাবেও এই ঘটনায় মামলা গ্রহণ করতে পারেন,” বলেন নির্মল কুমার।

    তিনি আরও জানান, বিচারপতি ধনদাপানি তাঁদের অনুরোধ শোনার পর পরামর্শ দেন যে, তাঁরা যেন সোমবার মাদুরাই বেঞ্চে আনুষ্ঠানিকভাবে রিট পিটিশন দাখিল করেন। আদালত সোমবার দুপুর ২.১৫ মিনিটে এই বিষয়ে শুনানি নেবে। তামিলনাড়ু স্বাস্থ্যসচিব পি. সেন্টিলকুমার রবিবার জানান, শনিবার অবধি মৃতের সংখ্যা ছিল ৩৯। এর মধ্যে ১৭ জন নারী, ১৩ জন পুরুষ, ৪ জন কিশোর এবং ৫ জন কিশোরী। রবিবার সকালে আরও এক জন আহত ব্যক্তির মৃত্যু হলে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৪০।

    তিনি জানান, মৃতদের মধ্যে ৩০ জনের ময়নাতদন্ত শেষ হয়েছে এবং দেহগুলি তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি মৃতদেহ নিয়েও প্রক্রিয়া চলছিল। স্বাস্থ্যসচিব আরও বলেন, এ পর্যন্ত মোট ৬৭ জন আহত রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হলেও বাকিরা স্থিতিশীল। এছাড়া আরও ২৬ জনকে বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য মাদুরাই সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    টিভিকে এই ঘটনাকে “অত্যন্ত দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক” বলে বর্ণনা করেছে। একই সঙ্গে, বিরোধী দলগুলি রাজ্য সরকারের উপর যথাযথ নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনেছে। তবে শাসক দল এআইডিএমকে-ডিএমকের পক্ষ থেকে সরকারি পর্যায়ে মন্তব্য এখনও পাওয়া যায়নি। করুরের এই পদপিষ্টের  ঘটনায় নিহতদের পরিবারে গভীর শোক নেমে এসেছে। আদালতের নির্দেশে যদি সিবিআই বা বিশেষ তদন্তকারী দল তদন্ত শুরু করে, তবে তামিলনাড়ুর সাম্প্রতিক ইতিহাসে এটি হবে অন্যতম বড় রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব নির্ধারণের ঘটনা।
  • Link to this news (আজকাল)