ষষ্ঠীর আনন্দ মাটি হবে কিছুক্ষণেই, ২ ঘণ্টায় এই ৪ জেলায় তুমুল বৃষ্টি, আগামী সাতদিনের আবহাওয়ার পূর্বাভাস রইল...
আজকাল | ২৯ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মহাষষ্ঠীতে বৃষ্টির হাত থেকে মিলবে না রেহাই। সকালে রোদ ঝলমলে আকাশের দেখা মিললেও, আর কিছুক্ষণেই আবহাওয়ার ভোলবদল হতে চলেছে। আগামী দুই ঘণ্টায় জেলায় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। জারি রয়েছে সতর্কতাও।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ রবিবার দুপুর দুটোর পর দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দুপুর দুটোর পর আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, হাওড়া, এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই চার জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা।
হাওয়া অফিস জানিয়েছে, গতকাল শনিবার সকালে ওড়িশার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছিল নিম্নচাপ। ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলবে। ক্রমেই তা আরও পশ্চিমে সরবে। আগামী মঙ্গলবার, অর্থাৎ অষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নবমীর আগেই তা পরিণত হবে নিম্নচাপ অঞ্চলে। এর জেরেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
রবিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামিকাল সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতেও জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
আগামী বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। জারি রয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ায়। আগামী শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। আগামী শনিবার আবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরে প্রবল বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী বুধবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামী বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ও কোচবিহারে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। আগামী শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।