• পুজোয় যাত্রী সংখ্যায় রেকর্ড গড়ল কলকাতা মেট্রো
    দৈনিক স্টেটসম্যান | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • শারদোৎসব ঘিরে কলকাতা জমাটি মুডে। মণ্ডপে মণ্ডপে ভিড় উপচে পড়ছে। আর সেই ভিড় সামলাতে ফের রেকর্ড গড়ল কলকাতা মেট্রো রেল।  তৃতীয়ায় একদিনেই মেট্রোয় যাতায়াত করেছেন ৯.৩৩ লক্ষ যাত্রী। গত বছর একই দিনে যেখানে যাত্রীর সংখ্যা ছিল ৫.৪০ লক্ষ, এ বছর তা প্রায় দ্বিগুণ।

    তৃতীয়ার দিনই কলকাতা মেট্রোর ব্লু লাইনে ভ্রমণ করেছেন প্রায় ৬.৭৭ লক্ষ মানুষ, গ্রিন লাইনে ছিলেন ২.৩২ লক্ষ যাত্রী। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ ব্লু লাইন ট্রেন চলেছে নির্ধারিত সময়সূচি মেনে। ইয়েলো, গ্রিন, অরেঞ্জ ও পার্পল লাইনেও পরিষেবা ছিল মূলত স্বাভাবিক।

    কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভিড় কমাতে স্মার্ট কার্ড ও মোবাইল কিউআর টিকিটে ডিজিটাল বুকিংয়ের সুযোগ মেলায় মেট্রো পরিষেবা আরও ভালো হয়েছে। এর পাশাপাশি থাকছে ৫% বোনাস বা রিবেটের সুবিধা। স্মার্ট কার্ডের দাম কমায় বিক্রিতেও জোয়ার এসেছে। স্টেশনগুলিতে এখন লম্বা লাইন পড়ে স্মার্ট কার্ড কিনতে।

    যাত্রীদের সুবিধার্থে মেট্রো অ্যাপে মিলছে টিকিট বুকিং ও কার্ড রিচার্জের সুযোগ। পর্যটক ও পুজোয় আসা দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ ট্যুরিস্ট স্মার্ট কার্ড। তিনদিনের সীমাহীন ভ্রমণের জন্য খরচ পড়ছে আড়াইশো টাকা। আর পাঁচ দিনের জন্য দক্ষিণা সাড়ে পাঁচশো টাকা। প্রতিটি মেট্রো স্টেশনের বুকিং কাউন্টারে মিলছে এই বিশেষ কার্ড। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের আশা,  পুজোর বাকি দিনগুলিতে পাতালপথই হবে শহরের যাতায়াতের সবচেয়ে ভরসার জায়গা।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)