• পুলিশ হেফাজতে চৈতন্যানন্দ, নিজেকে রাষ্ট্রসংঘের প্রতিনিধি বলে দাবি করতেন ‘বাবা’?
    প্রতিদিন | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হয়েছেন স্বঘোষিত ‘বাবা’ স্বামী চৈতন্যানন্দ সরস্বতী। তাঁকে পাঁচদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট। শ্রীসারদা ইনস্টিটিউটেও নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। জানা যাচ্ছে, তদন্তকারীরা তল্লাশি চালিয়ে প্রচুর ফের ভিজিটিং কার্ড ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চৈতন্যানন্দ নিজেকে রাষ্ট্রসংঘ ও ব্রিকসের একজন উচ্চপদস্থ কর্মী বলে উল্লেখ করতেন।

    পুলিশ সোমবার সকালে চৈতন্যানন্দকে শ্রীসারদা ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। যে ঘরে তিনি ছাত্রীদের ডেকে পাঠাতেন সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানকার ক্যামেরাগুলির উপরে তাঁর কীরকম নিয়ন্ত্রণ ছিল, তাও জানতে চাওয়া হয়।

    চৈতন্যানন্দ ওরফে পার্থসারথির বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রথম হয়েছিল ২০০৯ সালে। সেবার তাঁর বিরুদ্ধে তহবিল তছরুপ এবং প্রতারণার অভিযোগও উঠেছে। পরে ২০১৬ সালেও এক মহিলা তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিল। এবার ফের অভিযোগ, এবং তা অনেক বড় আকারে। পুলিশ মামলা রুজু করে তদন্তে নেমে পড়েছে। ইতিমধ্যেই তাঁর ভলভো গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানাচ্ছে, গাড়িতে নকল নম্বর প্লেট লাগানো ছিল।

    আশ্রমের পক্ষে পেশ করা এক বিবৃতিতে বলা হয়েছে ‘স্বামী চৈতন্যানন্দ সরস্বতী, যিনি স্বামী পার্থসারথী নামেও পরিচিত, তিনি এমন কিছু কার্যকলাপে যুক্ত ছিলেন যা বেআইনি, অনুচিত। আর সেই কারণেই পীঠের তরফে তাঁর সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে।’
  • Link to this news (প্রতিদিন)