• পুজোয় ভিড় নিয়ন্ত্রণে শিয়ালদায় ওয়ার রুম, ২,২০০ ক্যামেরার মাধ্যমে নজরদারি
    হিন্দুস্তান টাইমস | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। পুজো মানেই মণ্ডপে মণ্ডপে ভিড়। আর শিয়ালদা স্টেশনে ভিড় বেড়ে যায় কয়েকগুণ বেশি। তাই যাত্রীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। চালু হয়েছে ‘ওয়ার রুম’ বা বিশেষ কক্ষ, যা রাতের সময় এবং দিনের ভিড় নিয়ন্ত্রণসহ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


    এই ওয়ার রুমে সমগ্র শিয়ালদা বিভাগের ২,২০০-এর বেশি সিসিটিভি ক্যামেরার লাইভ ভিডিয়ো ফিড একসঙ্গে মনিটর করা হচ্ছে। ১২টি পৃথক ক্লাস্টারের মাধ্যমে স্টেশন এবং গুরুত্বপূর্ণ রেল সেকশনগুলো নজরদারির আওতায় রাখা হয়েছে। সরাসরি ভিড় পর্যবেক্ষণের মাধ্যমে রেলকর্মীরা সঙ্গে সঙ্গে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে পারছেন। প্ল্যাটফর্ম বা কনকোর্সে পদদলন রোধ হচ্ছে এবং জরুরি পরিস্থিতিতেও দ্রুত এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে। ভবিষ্যতে এই সিস্টেমকে একটি পূর্ণাঙ্গ ‘ওয়ার রুম’ হিসেবে সম্প্রসারণের পরিকল্পনা করছে রেল, যাতে বড় দুর্ঘটনা, অপ্রত্যাশিত পরিস্থিতি বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা যায়। শিয়ালদা স্টেশনে সম্প্রতি পুনর্নির্মিত ‘প্রফুল্ল দ্বার’ও যাত্রী সুবিধা বাড়াতে সহায়ক। ১ নং প্ল্যাটফর্মে উদ্বোধন হওয়া এই প্রবেশপথ স্থানীয় ট্রেনযাত্রীদের জন্য প্রস্থানকে সহজ করছে। আগত ও প্রস্থানকারী যাত্রীদের জন্য আলাদা আলাদা রুট নির্ধারণ করা হয়েছে, তাতে প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে।

    পেইড পার্কিং এরিয়াকে কৌশলগতভাবে ‘ভিড় নিয়ন্ত্রণ এলাকা’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি মোড়ে স্পষ্ট দিকনির্দেশক সাইনেজ স্থাপন করা হয়েছে। অতিরিক্ত আরপিএফ মোতায়েন করা হয়েছে। এরফলে যাত্রী ও দর্শনার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করছে। এই সমস্ত ব্যবস্থা একসঙ্গে কাজ করছে। লক্ষ্য প্রতিটি যাত্রীর যাত্রা নির্বিঘ্ন করা, স্বচ্ছন্দ এবং নিরাপদ রাখা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)