• অষ্টমীতেই তৈরি হবে ঘূর্ণাবর্ত! পুজোয় অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, কবে থেকে দুর্যোগ কলকাতায়?
    আনন্দবাজার | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • সপ্তমীর সন্ধ্যা পর্যন্তও কোথাও তেমন ঝড়বৃষ্টি হয়নি। বৃষ্টির আশঙ্কা দূরে সরিয়ে ছাতা কিংবা বর্ষাতি ছাড়াই ঠাকুর দেখার আনন্দে মেতেছে কলকাতা। কিন্তু আবহাওয়া দফতর জানাল, সুখ বেশি দিন সইবে না! অষ্টমীতেই উত্তর আন্দামান সাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। নবমীর মধ্যে তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। এর জেরে নবমী থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি, দশমীতে অতি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণের বেশির ভাগ জেলা।

    সপ্তমীর রাতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রামে। অষ্টমীতে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নবমী থেকে দুর্যোগ বাড়বে। দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দশমীর দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে। ওই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে। ওই চার জেলার জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।

    সপ্তমীতে দিনভর শহরের বেশির ভাগ জায়গাতেই ছিল ঝলমলে রোদ। শেষ দুপুরে আকাশ আংশিক মেঘলা থাকলেও কোথাও ঝড়বৃষ্টি হয়নি। রাতেও কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নবমীতে দুর্যোগের পূর্বাভাস থাকায় চিন্তার ভাঁজ পড়েছে অনেকের কপালে। নবমীতে বেরোনো এড়াতে আগেভাগেই ঠাকুর দেখার পাট চুকিয়ে ফেলতে চাইছেন উৎসাহীদের একাংশ। ফলে অষ্টমীতে শহরের বড় পুজোগুলোয় ভিড়় আরও বাড়তে পারে বলে অনুমান।
  • Link to this news (আনন্দবাজার)