• মুর্শিদাবাদের পুজোয় অসুররূপে ট্রাম্প! দর্শনার্থীদের ভিড় খাগড়া শ্মশান ঘাটে
    আনন্দবাজার | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • দুর্গাপুজো শুধু দেবীর আরাধনা নয়, এ যেন প্রতি বছর নতুন করে নিজেদের ভাবনাকে মেলে ধরার এক বিরাট ক্যানভাস। থিম পুজোর যুগে মা দুর্গার সাজপোশাকের পাশাপাশি নজর কাড়ে অসুরের রূপও। সময়ের সঙ্গে তাল মিলিয়ে একে বারে আন্তর্জাতিক ময়দানে পা রেখেছে মুর্শিদাবাদের বহরমপুর।

    খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটি তাঁদের ৬০তম বর্ষে এনেছে এক দারুণ তাক লাগানো চমক। মণ্ডপে গেলে দেখা যাচ্ছে, মহিষাসুরের মুখের আদলের সঙ্গে যেন বিশ্বের অন্যতম চর্চিত মুখের মিল রয়েছে, কার? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের! শিল্পী তাঁর কল্পনায় বিশ্ব রাজনীতির অন্যতম এক ব্যক্তিত্বকে টেনে এনেছেন মা দুর্গার পদতলে। মণ্ডপে প্রবেশের আগে দর্শনার্থীরা একটু হলেও যেন থমকে দাঁড়াচ্ছেন অসুরের মুখের সামনে।

    মুর্শিদাবাদের বিখ্যাত মৃৎশিল্পী যামিনী পালের পুত্র অসীম পাল তৈরি করেছেন এই মূর্তি, আর তৈরি হতেই সেটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চতুর্থীর দিন পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায় এই মণ্ডপের উদ্বোধন করেন আর তার পরই যেন দাবানলের মতো খবরটি ছড়িয়ে পড়ে।

    পুজো কমিটির সদস্যরা জানাচ্ছেন, আগে দর্শনার্থীরা প্রথমে প্রতিমার দিকে চাইতেন, এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টেছে। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এখন নাকি সবার চোখ প্রথমে চলে যাচ্ছে অসুরটির দিকে। এই ভিন্ন রূপের অসুর টানছে হাজার হাজার মানুষকে।

    অনেকেই মনে করছেন, এ যেন শিল্পীর চিন্তায় ভারতীয়দের ক্ষোভের প্রতিফলন। সম্পর্ক ভাল হলেও ট্রাম্পের বেশ কিছু সিদ্ধান্তে ভারতীয়রা খুশি হয়নি। শিল্পী সেই অনুভূতিকেই যেন তুলে ধরেছেন।

    বলাই বাহুল্য ক্লাবের মতে, এমন ভিন্ন রূপের অসুরই তাঁদের এ বারের মূল আকর্ষণ। মানুষ খুশি হলেই তাঁদের প্রয়াস সার্থক।

    এমনিতেই বহরমপুরের সব রাস্তা এখন এসে মিশেছে খাগড়া শ্মশানঘাটের দিকে। কারণ, উৎসবের মরসুমে এমন 'রসালো' চমক ছেড়ে যায় কার সাধ্যি? তাই, আপনিও বহরমপুর গেলে এই মণ্ডপটা কিন্তু একদম মিস করবেন না!
  • Link to this news (আনন্দবাজার)