• সিংহ নয়, ঘোড়ার মতো দেখতে দেবীর বাহন! দক্ষিণের বাঁশদ্রোণী একতার এমন পুজোর কারণ জানেন?
    আনন্দবাজার | ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • চালচিত্রের সামনে সুসজ্জিত দেবী প্রতিমা। চার সন্তানকে নিয়ে দিব্যি বসে আছেন দুর্গা। মহিষাসুরও যথাস্থানে। কিন্তু দেবীর পায়ের দিকে তাকালেই কপালে ভাঁজ। সিংহ কোথায়? এ তো ঘোড়া! অবশ্য পুরোপুরি ঘোড়া নয়। বরং সিংহ আর ঘোড়ার মিশ্র রূপ বলাই শ্রেয়। সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি পুজোমণ্ডপে দেখা মিলল এমন প্রতিমার। কিন্তু কোথায়, এর উত্তর জানার আগে জেনে নেওয়া যাক দুর্গার বাহনের এমন রূপের কারণ কী?

    খেয়াল করলেই বোঝা যাবে বহু বনেদি বাড়িতে এই দৃশ্য কিন্তু নতুন নয়। দেবী তো সিংহবাহিনী। তা হলে এমন হঠাৎ ঘোটকমুখী সিংহের পিঠে চড়ে বসলেন কেন তিনি? এই নিয়ে অবশ্য নানা মুনির নানা মত।

    কথিত আছে, অষ্টাদশ শতকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রাজ্যের মঙ্গল কামনায় মহালয়া থেকে শুরু করে নবমী পর্যন্ত যজ্ঞ করতেন। সেখানে দেবী পূজিত হতেন যোদ্ধারূপে। তখন দেবীর বাহন ঘোড়া।

    আবার ১৮২৬ সালের ঘটনা। বারোয়ারি পুজো হবে বলে ঠিক হল। সবই ঠিক পথেই এগোচ্ছিল, মধ্যিখানে গোল বাঁধল! শাক্ত না কি বৈষ্ণব, কোন মতে পুজো করা হবে দেবীকে? পণ্ডিতেরা নিধান দিয়েছিলেন, একই প্রতিমাকে দুই বার দুই মতে পুজো করার। তাতেও হল না মীমাংসা। অবশেষে দু’য়ে মিলেই গড়া হয় প্রতিমা। শাক্ত মতে দুর্গার বাহন হয় সিংহ এবং বৈষ্ণব মতে সিংহরূপী ঘোড়া।

    ঠিক এমনই নিদর্শন দেখা গেল বাঁশদ্রোণী একতার পুজোতে। এখানেও দেবী বসে ঘোটকমুখী সিংহের পিঠে। শিল্পী কৃষ্ণপ্রিয় দাশগুপ্তের মতে, বাংলার পালেরা ওড়িশার দ্বারা প্রভাবিত হয়েই এই ঘোটকমুখী সিংহের পুজো করতেন। সেই দারু বিগ্রহের আদলেই গড়ে উঠেছে এই প্রতিমা। এই ক্লাবের চলতি বছরের ভাবনা ‘এসো মা’। প্রতিমায় সৌমেন পাল।
  • Link to this news (আনন্দবাজার)