• মেলোনির ‘মন কি বাত’ পড়লেন মোদী, আত্মজীবনীর ভূমিকায় কী লিখলেন?
    এই সময় | ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • আত্মজীবনী লিখেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ‘I Am Giorgia: My Roots, My Principles’ । খুব শীঘ্রই সেই বইয়ের ভারতীয় সংস্করণ প্রকাশ করতে চলেছে রূপা পাবলিকেশনস। তারই ভূমিকা লিখে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ‘এটাই জর্জিয়ার মন কি বাত’।

    ২০২১ সালে ইতালিতে প্রকাশিত হয়েছিল জর্জিয়ার আত্মজীবনী। দ্ব্যর্থহীন ভাষায় ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক উথ্থানপতনের কথা জানিয়েছেন তিনি। তখন তিনি ছিলেন বিরোধী আসনে। পরের বছরই প্রধানমন্ত্রী হন। তিনিই ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

    চলতি বছরে আমেরিকায় প্রকাশিত হয়েছে আত্মজীবনীর মার্কিন সংস্করণ। সেই বইয়ের ভূমিকা লিখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র।

    এ বার ভারতের বাজারে প্রকাশ পেতে চলেছে জর্জিয়ার আত্মজীবনীর ভারতীয় সংস্করণ। সেই বইয়ের ভূমিকা লিখতে গিয়ে নারীশক্তির উদাহরণ টেনেছেন মোদী। তিনি লিখেছেন, ‘দেবীশক্তিকে ভারতীয়রা হাজার হাজার বছর ধরে পুজো করে আসছে। প্রধানমন্ত্রী মেলোনির উথ্থান এবং নেতৃত্বদানের ক্ষমতার মধ্যে আমি সেই নারীশক্তির সংযোগ দেখতে পাই।’

    আন্তর্জাতিক মঞ্চে মেলোনি বরাবরই সপ্রতিভ, ঝকঝকে। তাঁর আচরণে আত্মবিশ্বাস চুঁইয়ে পড়ে। নিজের শিকড়, সংস্কৃতিকে সবসময়ে আঁকড়ে থেকেছেন। ইতালির প্রধানমন্ত্রীর এই সব গুণের প্রশংসা করেছেন মোদী। অকপটে লিখেছেন তাঁদের বন্ধুত্বের কথাও, ‘গত ১১ বছরে বিশ্বের বহু নেতানেত্রীর সঙ্গে আলাপ হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী মেলোনি নিজেই এক দৃষ্টান্ত।’

    মেলোনির আত্মজীবনী ভারতীয় পাঠক মহলে সাড়া ফেলে দেবে বলে আশাবাদী মোদী। রোমের সাধারণ এলাকা থেকে ইতালির সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতার অধিকারী হওয়ার এই যাত্রাপথ তাঁকেও নাড়া দিয়েছে বলে জানিয়েছেন তিনি। মোদী লিখেছেন, ‘মেলোনির বিশ্বাসে ভারতীয় মূল্যবোধের প্রতিফলন দেখা যায়। তাঁর সহানুভূতি, ইতালির জনগণকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন গোটা বই জুড়ে প্রতিধ্বনিত হয়েছে।’

  • Link to this news (এই সময়)