সল্টলেকের আইবি ব্লকের এ বারের থিম ‘বুর্জ খলিফা’। এই পুজো সাম্প্রতিক অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আইবি পার্কের দু’কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে হাজার হাজার গাড়ি আর বাইক এসে পার্ক করছে। প্রবল যানজট। পুলিশ আগে থেকে এই ভিড় আন্দাজ করেনি। ফলে হিমশিম খেতে হচ্ছে। ওই পুজোর আশপাশের সমস্ত রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে হচ্ছে। সল্টলেকে এ দৃশ্য নজিরবিহীন। স্থানীয় কাউন্সিলর রঞ্জন পোদ্দার এই পুজোর মূল উদ্যোক্তা বলে পরিচিত।