• পঞ্চমী ও ষষ্ঠীর ভিড় সামলে বাকি দিন নিয়ে আশাবাদী মেট্রোকর্তারা
    আনন্দবাজার | ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • পুজোর ভিড় সপ্তকে পৌঁছলে মেট্রো পরিষেবা কতটা স্বাভাবিক থাকবে, তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। কিন্তু, পঞ্চমী এবং ষষ্ঠীর সন্ধ্যায় কালীঘাট স্টেশনের ভিড় সামাল দিয়ে প্রথম দফার পরীক্ষায় মেট্রো উত্তীর্ণ হয়েছে বলেই মনে করছেন যাত্রীদের একাংশ। মহালয়ার পরেই শহরের একাধিক বড় পুজোর উদ্বোধন হয়ে যাওয়ার চল শুরু হতেই গত বেশ কয়েক বছর ধরে চতুর্থী থেকে ষষ্ঠীর মধ্যে ভিড় সামলে পরিষেবা স্বাভাবিক রাখা মেট্রোর কাছে সব চেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে যাত্রীদের ভিড়ের পরিসংখ্যানেও পুজোর চার দিনের তুলনায় প্রাক্‌ পুজোয় বেশি ভিড় হয়েছে বলে দেখা গিয়েছে। এ বছরও পঞ্চমীর সন্ধ্যায় কলকাতা মেট্রোর চারটি লাইন মিলিয়ে যাত্রী-সংখ্যা ৯ লক্ষ ৮২ হাজারে গিয়ে ঠেকেছিল। গত শনিবার, পঞ্চমীর দিন শুধু উত্তর-দক্ষিণ মেট্রোয় যাত্রীর সংখ্যা গিয়ে ঠেকেছিল ৭ লক্ষ ৪৩ হাজারে।

    মেট্রো সূত্রের খবর, পুজোর দিনগুলিতে দুপুর থেকেই কালীঘাট স্টেশনের টালিগঞ্জমুখী লাইনে একটি করে ট্রেন এসে থামতেই স্রোতের মতো যাত্রীদের নামতে দেখা যাচ্ছে। বিপরীতে আপ লাইনে দমদমমুখী লাইনে ট্রেন এলেই যাত্রীদের ট্রেনে ওঠার প্রবল তাগিদ লক্ষ করা যাচ্ছে। মিনিটের মধ্যে মেট্রোর কামরা ভর্তি হয়ে যাচ্ছে বলে সূত্রের খবর। কালীঘাট স্টেশন থেকে দক্ষিণ প্রান্তের প্রবেশপথ দিয়ে কাতারে কাতারে যাত্রী মেট্রো স্টেশনে ঢুকছেন এবং বেরিয়ে আসছেন। পুজোর দিনগুলিতে ওই স্টেশনের ভিড় দমদম মেট্রোর ভিড়কেও পিছনে ফেলে দেয় বলে সূত্রের খবর।

    এ বার কবি সুভাষ মেট্রো স্টেশনের বিপত্তির পরে গত দু’মাস ধরে দক্ষিণ থেকে ট্রেন গড়ে ১০ থেকে ১২ মিনিট ব্যবধানে চলছে। এই অবস্থার মধ্যে কালীঘাট স্টেশনের ভিড় সামলানো কতটা সম্ভব হবে, তা নিয়ে বিপুল সংশয় ছিল। সেই সংশয় মোকাবিলায় মেট্রোকর্তাদের পক্ষ থেকে এ বার কালীঘাট স্টেশনে অন্যান্য বারের তুলনায় অনেক বেশি সংখ্যায় রক্ষী মোতায়েন করা হয়েছে। ওই স্টেশনের প্ল্যাটফর্মে কার্যত ট্রেনের কামরার প্রত্যেকটি দরজা-পিছু অন্তত এক জন করে কর্মীকে ভিড় সামলাতে দেখা যাচ্ছে। মেট্রোয় বাড়তি কর্মীর জোগান দিতে গিয়ে অতিরিক্ত রেলরক্ষী মোতায়েন করা ছাড়াও বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী, সিভিক ভলান্টিয়ার এবং কিছু ক্ষেত্রে স্বেচ্ছাসেবকদেরসাহায্য নেওয়া হয়েছে। মেট্রো সূত্রের খবর, ভিড় সামলাতে কালীঘাট স্টেশনে সব মিলিয়ে প্রায় ১৫০ জন কর্মীকে মোতায়েন করা হয়েছে। স্টেশনে যাত্রীদের ঢোকা এবং বেরোনোর পথ গার্ডরেল দিয়ে সম্পূর্ণ পৃথক করার ফলে ভিড় নিয়ন্ত্রণে সুবিধা হয়েছে।

    মেট্রো সূত্রের খবর, পঞ্চমীর সন্ধ্যার ভিড়ের পরে রবিবার ষষ্ঠীতে মেট্রোয় যাত্রীর সংখ্যা তুলনামূলক ভাবে কম ছিল। ওই দিন সংখ্যাটি ৮ লক্ষ ৩৩ হাজারের কাছাকাছি। যার মধ্যে উত্তর-দক্ষিণ মেট্রোয় যাত্রী-সংখ্যা ছিল ৬ লক্ষের সামান্য বেশি, যা পঞ্চমীর ভিড়েরতুলনায় অনেকটা কম। সপ্তমী থেকে নবমীর মধ্যে ওই ভিড় আরওকিছুটা নিম্নমুখী হতে পারে বলে দাবি মেট্রোকর্তাদের। এই অভিজ্ঞতা থেকেই চলতি বছরে মেট্রোর বড় পরীক্ষা আপাতত উতরানোগিয়েছে বলে মনে করছেন তাঁরা। নবমী পর্যন্ত কিছুটা কম ভিড়ের সম্ভাবনা থেকেই বাকি দিনের পরিষেবা ঠিক রাখার বিষয়ে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।
  • Link to this news (আনন্দবাজার)