• টাইব্রেকারে বাংলাদেশকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত
    আনন্দবাজার | ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • অনূর্ধ্ব-১৭ সাফ চ‌্যাম্পিয়নশিপ

    বাংলাদেশ ২ ভারত ২

    (টাইব্রেকারে ৪-১ জয়ী ভারত)

    গত বারেও বাংলাদেশকে হারিয়ে খেতাব জিতেছিল ভারত। শনিবারও সেই ফল বদলাল না!

    অনূর্ধ্ব-১৭ সাফ চ‌্যাম্পিয়নশিপে প্রত‌্যাশামতোই চ‌্যাম্পিয়ন হল ভারত। ম‌্যাচের শেষ মিনিট পর্যন্ত টানটান রোমাঞ্চকর লড়াই চলল। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে নির্ধারিত সময় পর্যন্ত ফল ২-২ থাকায় ম‌্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে চাপের মুখে বশ‌্যতা স্বীকার না করে ৪-১ গোলে জিতল ভারত। এর আগে সেমিফাইনালে নেপালের বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছিল ভারত। অন্য দিকে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

    এ দিন প্রথমার্ধে ভারত এগিয়ে ছিল ২-১ ফলে। ৪ মিনিটেই ভারতকে এগিয়ে দেয় দাল্লামুয়োন গাংতে। বাঁ দিক থেকে মাপা ক্রস করে গুনলেইবা ওয়াংখেইরাকপম। সেই বল বাংলাদেশের এক ডিফেন্ডার বার করতে গিয়ে চলে যায় গাংতের কাছে। কোনও ভুল করেনি গাংতে। তার পর থেকেই আগ্রাসী ফুটবল খেলে একের পর এক সুযোগ তৈরি করে ভারত। ফাইনালের আগে পর্যন্ত প্রতিযোগিতায় একটিও গোল হজম করেনি বাংলাদেশ। কিন্তু এ দিন শুরুতেই পরাস্ত হল বাংলাদেশের গোলরক্ষক মহম্মদ রহমান।

    এর পর বল নিজেদের দখলে রাখলেও ২৪ মিনিটে খেলার গতির বিপরীতে সমতা ফেরায় বাংলাদেশ। মহম্মদ আরিফের নেওয়া কর্নার থেকে গোল করে মানিক। গোলের পরে বেশ উজ্জীবিত ফুটবল খেলে বাংলাদেশ। ২৯ মিনিটের মাথায় মহম্মদ অপু রহমানের হেড ক্রসবারে ধাক্কা খায়। এই সময়ে স্নায়ুর চাপ হারায়নি ভারতের গোলরক্ষক মানসজ‌্যোতি বড়ুয়া। ফলে বাংলাদেশ এগিয়ে যেতে পারেনি। তবে ৩৮ মিনিটে ২-১ করে ভারত। বাংলাদেশের রক্ষণের ভুলে আজ়লান শাহ গোল করে।

    দ্বিতীয়ার্ধে গোল শোধের জন‌্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। দুই দলই সুযোগ তৈরি করলেও গোল আসছিল না। বেশ কয়েকবার ভারতীয় সমর্থকদের হৃদ্‌স্পন্দন বাড়িয়ে দিয়েছিল ভারতের যুবরা। শেষের ২০ মিনিটে একেবারেই সেরা ছন্দে পাওয়া যায়নি ভারতকে। একেবারে শেষ সময়ে (৯০+৭ মিনিট) মহম্মদ সাব্বির ইসলাম লম্বা থ্রো করেন ভারতের বক্সে। জটলার মধ‌্যে বাংলাদেশকে সমতায় ফেরায় ঈশান হাবিব।

    টাইব্রেকারে অবশ‌্য স্নায়ুর চাপে পড়েনি ভারত। তাদের হয়ে গোল করে গাংতে, কোরোউ মেইতেই, ইন্দ্র রানা এবং শুভম পুনিয়া। বাংলাদেশের প্রথম শট লাগে ক্রসবারে। তখনই ভারতের সমর্থকরা জয়ের গন্ধ পেতে শুরু করেছিলেন। মহম্মদ আজ়ম খানের নেওয়া পরের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেয় ভারতের গোলরক্ষক। অবশ‌্য সেই শটে কোনও জোর ছিল না। তার পরের শটে বাংলাদেশ গোল করলেও লাভ হয়নি।

    জয়ের পরেই কোচ বিবিয়ানো ফার্নান্দেসকে কোলে তুলে নিয়ে উৎসব শুরু করে দেন গাংতেরা। প্রতিযোগিতায় অপরাজিত থেকে সপ্তমবার অনূর্ধ্ব-১৭ সাফ খেতাব পেল ভারত।
  • Link to this news (আনন্দবাজার)