সকলের কাছে ক্ষমা চাইলেন নলিন সরকার স্ট্রিট পুজোর শিল্পী সনাতন দিন্দা, কী এমন হল?
আজকাল | ৩০ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সপ্তমীর সন্ধ্যা। রাস্তায় রাস্তায় মানুষের ঢল। চারিদিকে আলোর রোশনাই। আলাদা উন্মাদনা কাজ করছে বাঙালির মনে। আবহাওয়া সঙ্গ দেওয়ায় উত্তেজনা আরও তুঙ্গে উঠেছে। আট থেকে আশি সকলেই রাস্তায় নেমেছেন প্রতিমা দর্শনে। উত্তর কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম সেরা পুজো নলিন সরকার স্ট্রিট। সেরা প্রতিমা হোক বা সেরা পুজোমণ্ডপ, কোনও না কোনও বিভাগে প্রতি বছরই পুরষ্কার অর্জন করে পুজোটি। কিন্তু এ বছর হয়েছে অন্যথায়। বিশেষ কোনও পুরষ্কার জিততে পারেনি নলিন সরকার স্ট্রিট। সেই কারণে সকলের কাছে ক্ষমা চেয়ে নিলেন এই বছরে শিল্পী সনাতন দিন্দা। যদিও পুজোর উদ্যোক্তাদের তরফ থেকে কিছুই জানানো হয়নি এই বিষয়ে।
প্রতি বছর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন বেশ কিছু সংস্থা। সেরা প্রতিমা, সেরা প্যান্ডেল ছাড়াও বেশ কিছু বিভাগ থাকে। প্রতিটি বিভাগে সেরাকে বেছে নিয়ে পুরষ্কৃত করা হয়। প্রতি বছর সপ্তমীর দিন সকালে সেরা প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয়। এই বছর সেই প্রতিযোগিতায় আশাপ্রদ ফল করতে পারেনি শিল্পী সনাতন দিন্দার হাতে তৈরি নলিন সরকার স্ট্রিটের পুজো। চূড়ান্ত পর্বে উন্নীত হওয়ার পরেও সেরার পুরষ্কার জিততে পারেনি উত্তর কলকাতার পুজোটি।
এর পরেই নিজের ফেসবুক পেজে সনাতন লিখেছেন, “নলীন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গাপুজোর সবার কাছে, আপামর আমজনতার কাছে আমি ক্ষমাপ্রার্থী…. আমি তাঁদের প্রত্যাশা পূরণ না করতে পারার জন্য। জয় দুর্গা।”