হাইওয়েতে দুর্ঘটনা হলেই সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স, আসছে নতুন পরিষেবা
হিন্দুস্তান টাইমস | ৩০ সেপ্টেম্বর ২০২৫
হাইওয়ে মানেই দ্রুত গতির গাড়ি আর তার সঙ্গে দুর্ঘটনার আশঙ্কা। একবার দুর্ঘটনা ঘটলে সাহায্য পৌঁছতে দেরি হওয়াই অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার জাতীয় ও রাজ্য সড়কে চালু করতে চলেছে নতুন অ্যাম্বুল্যান্স পরিষেবা ‘১০৮’। এই নম্বরে ফোন করলেই দ্রুত পৌঁছে যাবে অ্যাম্বুল্যান্স।
সূত্রের খবর, গোটা রাজ্যের বিভিন্ন হাইওয়েতে নামানো হচ্ছে মোট ১১০টি অ্যাম্বুল্যান্স। এর মধ্যে ৩৫টি উন্নত লাইফ সাপোর্ট ইউনিটে সাজানো, যেখানে গুরুতর আহত রোগীর প্রাথমিক চিকিৎসার পাশাপাশি জরুরি চিকিৎসা সরঞ্জামও থাকবে। বাকি ৭৫টি অ্যাম্বুল্যান্স রাখা হবে প্রাথমিক লাইফ সাপোর্ট পরিষেবার জন্য। ফলে দুর্ঘটনার পর গুরুত্বপূর্ণ সময়ে বিশেষত রাতের বেলায়, কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়ার মতো সুযোগ না থাকলে এই অ্যাম্বুল্যান্সই হতে পারে জীবনরক্ষার ভরসা।
পরিকল্পনা অনুযায়ী, জাতীয় ও রাজ্য সড়কে প্রতি ৫০ কিলোমিটার অন্তর এই অ্যাম্বুল্যান্স মোতায়েন থাকবে। প্রতিটি অ্যাম্বুল্যান্স ২৫ কিলোমিটারের মধ্যে আহতদের জরুরি সেবা পৌঁছে দেবে। ন্যাশনাল হেলথ মিশন -এর পশ্চিমবঙ্গের ডিরেক্টর শুভঞ্জন দাস বলেন, এই প্রথমবার এনএইচএম হাইওয়ের দুর্ঘটনায় আহতদের জন্য আলাদা পরিষেবা চালু করছে। ‘গোল্ডেন আওয়ার’-এ প্রাণ বাঁচানোই সরকারের প্রধান লক্ষ্য। ইতিমধ্যেই দুর্ঘটনাপ্রবণ অঞ্চল চিহ্নিত করা হয়েছে এবং সেই অনুযায়ী অ্যাম্বুল্যান্স রাখা হবে।
এ জন্য স্বাস্থ্য দফতর জেলা শাসক ও পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়েছে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলির তালিকা তৈরি করতে। যাতে যেকোনও দুর্ঘটনার পর পরিকাঠামো তৈরি করে দ্রুত উদ্ধারকাজ শুরু করা যায়। জানা গিয়েছে, মোট অ্যাম্বুল্যান্সের মধ্যে ৪০টি সরাসরি স্বাস্থ্য দফতরের অধীনে থাকবে।পুজোর মরশুমে যখন হাইওয়েতে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ে, ঠিক সেই সময়েই এই নতুন উদ্যোগকে সাধারণ মানুষের কাছে বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।